কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একটি ভালো কাজ
স্বল্প আয়ের ৫০ জন মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন বন্ধুরা।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ। অর্থ দিয়ে সহযোগিতা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক কাজী মিরাজ।
বন্ধুরা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি সহানুভূতির হাত বাড়াতেই তাঁদের এ চেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা