রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নিয়ে পাঠচক্র

পাঠচক্র শেষে রংপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক ‘ডাকঘর’ নিয়ে ভাষার মাসের শেষ দিন অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি পাঠচক্র করে রংপুর বন্ধুসভা। প্রথম আলোর রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বন্ধুদের আলোচনায় আত্মজীবনীমূলক বইটির সারকথা উঠে আসে। জানা যায়, অমল নামের একটি ছয়-সাত বছরের ছেলে, তারই ক্ষয় অবসন্নতা ও মৃত্যুর ঘটনা নিয়ে এই নাটক। শারীরিক বদ্ধতার মধ্যে, ক্লান্তি ও অসহায়তার মধ্যে, তার মনটি কেমন উজ্জ্বল চঞ্চলতায় দেশ-বিদেশ পরিক্রমায় ছুটে যেতে চাইছে। এই দ্বন্দ্ব সমগ্র পরিসরজুড়ে ফুটিয়ে তোলেন লেখক।

নাটকে মৃত্যুর উপস্থিতি প্রতীকী; মুক্তির কথাটা এসেছে ব্যঞ্জনায়। রাজার ডাকঘর, ডাকঘরের নানা ডাকহরকরা এবং তাঁদের বয়ে নিয়ে আসা রাজার চিঠি—সবই এই প্রতীকের অঙ্গ।

আলোচনায় আরও উঠে আসে, ১৯১১ সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক ‘ডাকঘর’। রবীন্দ্রনাথের সাংকেতিক নাটকগুলোর মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় এই নাটক, যা দেশে-বিদেশে অনূদিত ও অভিনীত হয়েছিল, যার মূল সুরের আধ্যাত্মিকতা অর্থাৎ বন্ধন হতে আত্মার চিরন্তন মুক্তির আকাঙ্ক্ষা।

ডাকঘরের আধ্যাত্মিক প্রতিষেধক গুণ পূর্ব ইউরোপে নাৎসি আগ্রাসনের সময় নিধন শিবিরে নিয়ে যাওয়ার আগে ইহুদি বন্দীদের জীবনীশক্তি জুগিয়েছিল। জীবনীশক্তি জুগিয়েছে করোনা ভাইরাসের তাণ্ডবে সংকটাপন্ন মানুষকেও।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সঙ্গীতা দাস, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সৌমিত্র বর্মণ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মাহফিল আরা হোসেনসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা