‘বইয়ের জ্ঞান মানুষকে মানবিক করে তোলে’

মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে চলমান বইমেলায় এমসি কলেজ বন্ধুসভার স্টলছবি: বন্ধুসভা

মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা। মেলায় প্রথমবারের মতো প্রথমা প্রকাশনের স্টল দিয়েছে এমসি কলেজ বন্ধুসভা।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। বন্ধুসভার বন্ধুদের দেওয়া প্রথমা প্রকাশনের স্টলে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য বইয়ের সমাহার। প্রথমার বই নির্বাচন থেকে শুরু করে বই বিক্রয়সহ যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্বে আছেন বইমেলা সম্পাদক নুসরাত জাহান।

সোমবার সকাল ১০টায় বইমেলার উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ। এমসি কলেজ বন্ধুসভার উপদেষ্টা উত্তম দাস বলেন, ‘প্রথম আলোর একটি পাঠক সংগঠন এমসি কলেজ বন্ধুসভার মাসিক পাঠচক্রের পাশাপাশি প্রথমা প্রকাশনের বই নিয়ে বইমেলায় অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয় একটি উদ্যোগ।’

সভাপতি সুমন মিয়া বলেন, বইয়ের জ্ঞান মানুষকে মানবিক করে তোলে। কেবল বই পড়ার মাধ্যমেই মানসিক উৎকর্ষ অর্জিত হয়। তাই মানুষের কাছে সঠিক মানের বই পৌঁছে দিতে এমসি কলেজ বন্ধুসভার প্রথমা প্রকাশনের বই নিয়ে এই বইমেলায় অংশগ্রহণ।

প্রথম দিন বইমেলায় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ, উপদেষ্টা আব্দুল বাসিত, অঘ্রাতা সৌরভ, তানভীর মাহফুজ, উত্তম দাস, বন্ধু বিপ্রজিত কর, ফারহানা লিমা, সভাপতি সুমন মিয়া, সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, সাংগঠনিক সম্পাদক লিমা তালুকদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক উদয় তালুকদার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তাপস শীল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মমতা আক্তার, স্বাস্থ্য ক্রীড়া সম্পাদক আহমদ হাসান, প্রচার সম্পাদক আনিসুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক প্রজ্ঞা চৌধুরী, বন্ধু চৌধুরী নাফিসা, রনি আহমেদ, বর্ষা মল্লিকসহ অন্য বন্ধুরা।

বইমেলা সম্পাদক, এমসি কলেজ বন্ধুসভা