শাবিপ্রবি বন্ধুসভার সাংগঠনিক সপ্তাহ

বন্ধুসভার বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার পর জমজমাট আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নবীন বন্ধুদের মিলনমেলা ও সাংগঠনিক সপ্তাহ-২০২২। গত ২৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শাবিপ্রবি ক্যাম্পাসের অর্জুনতলায় এটি অনুষ্ঠিত হয়।

আয়োজনের প্রথম দিন সকাল ১০টায় সাংগঠনিক সপ্তাহের উদ্বোধন করেন শাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক নাজিয়া চৌধুরী। টি-শার্ট উন্মোচন করেন বন্ধুসভার উপদেষ্টা ও জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম।

শাবিপ্রবি বন্ধুসভার বুথে নবীনদের জটলা
ছবি: বন্ধুসভা

সাংগঠনিক সপ্তাহের কনভেনর ও শাবিপ্রবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এ সময় অতিথিদের মধ্যে কুইজ প্রতিযোগিতার বিষয় হিসেবে ‘বাংলাদেশের ঐতিহ্য’ উপস্থাপন করেন। এটি শিগগিরই আয়োজন করা হবে। সাধারণ সম্পাদক শাফায়াত আহমেদ সংগঠনের দীর্ঘদিনের শূন্যতার ঘাটতি হিসেবে এ উৎসবমুখর আয়োজনকে নব পদচারণার দ্বারপ্রান্ত হিসেবে আখ্যায়িত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি বিকাশ সরকার, জনিক তালুকদার, সাধারণ সম্পাদক তানিম খন্দকারসহ অন্যান্য বন্ধুরা।

সভাপতি, শাবিপ্রবি বন্ধুসভা