দেড় শ মানুষের মধ্যে খাবার বিতরণ করল নাটোর বন্ধুসভা
রাত হলে শহরে এমন অসংখ্য মানুষ দেখা যায়, যাঁদের ঘুমানোর জায়গা নেই। ফুটপাতেই তাঁদের জীবন কাটে। কেউ আবার রিকশা চালিয়ে উপার্জন করেন। এমন দেড় শ মানুষের মধ্যে একবেলা খাবার বিতরণ করে নাটোর বন্ধুসভা।
গত ২২ ফেব্রুয়ারি নাটোরে রাজবাড়ীতে সন্ধ্যা থেকে রান্নার আয়োজন সম্পন্ন করেন বন্ধুরা। এরপর বঙ্গজল, কোর্ট চত্বর, স্টেডিয়াম, মাদ্রাসামোড়, নিচাবাজার, হাসপাতাল রোড ও রেলস্টেশনে ঘুরে ঘুরে মানুষের মধ্যে ১৫০ প্যাকেট খিচুড়ি বিতরণ করা হয়।
বন্ধুসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি আইনজীবী মুক্তার হোসেন। নাটোর বন্ধুসভার সভাপতি সেলিম রেজা বলেন, ‘অসহায় পথচারীদের মধ্যে খাবার বিতরণ করতে গেলে চোখে পানি চলে আসে। কেউ বেঞ্চের ওপর, ভ্যানগাড়িতে, ড্রেনের স্লাবে, রাস্তার পাশে, অফিসের প্রাচীরের সঙ্গে শুয়ে রয়েছেন। এই বাস্তুহীন মানুষদের পাশে না এলে অসহায়ত্ব কী, তা অজানা রয়ে যেত।’
একবেলা একমুঠো তৃপ্তিসহকারে খাবার পেয়ে অসহায় মানুষদের চোখে–মুখে তৃপ্তির আভাস পরিলক্ষিত হয়। আগামীতেও এ ধরনের পরিকল্পনা অব্যাহত থাকবে বলে জানান বন্ধুরা।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আলী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্বপন কুমার, বন্ধু জাকির হোসেন, নিয়াজ খানসহ অন্য বন্ধুরা।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক, নাটোর বন্ধুসভা