স্বাধীনতা দিবসে পুষ্পাঞ্জলি অর্পণ ও ভাঁজপত্র প্রকাশ

ভাঁজপত্র হাতে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

‘আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল মহান স্বাধীনতা। লাখো শহীদের রক্তে স্বাধীন দেশ পেয়েছি। প্রতিবছর স্বাধীনতা দিবস আমাদের এ কথা মনে করিয়ে দিতে আসে।’ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পুষ্পাঞ্জলি অর্পণ ও ভাঁজপত্র প্রকাশকালে এ কথা বলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।

সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে বন্ধুসভার পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করেন বন্ধুরা। পরে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের ক্ষুদ্র প্রয়াস হিসেবে ভাঁজপত্র প্রকাশ করা হয়। ভাঁজপত্রে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুদের লেখা প্রকাশিত হয়েছে।

স্বাধীনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পুষ্পাঞ্জলি অর্পণ
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুকা বেগম, সহসভাপতি রজনী ভাস্কর, সাধারণ সম্পাদক ঈষিতা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতি ঠাকুর, অর্থ সম্পাদক ইসরাত জাহান, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আমেনা খাতুন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আনিফ রুবেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নাহিদুল হক, বইমেলা সম্পাদক ওজিফা খাতুন, প্রচার সম্পাদক উম্মে কুলসুম ও বন্ধু রামিজ আহমেদ।

সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা