সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বন্ধুদের উদ্যোগ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভোলা বন্ধুসভার উদ্যোগছবি: বন্ধুসভা

সরকার পতনের মধ্য দিয়ে দেশে এখন অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠিত হয়েছে। এদিকে পুলিশ প্রশাসন রয়েছে কর্মবিরতিতে। এ অবস্থায় সরকার পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও লুটপাট চালায় দুষ্কৃতকারীরা।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভোলা বন্ধুসভার উদ্যোগ
ছবি: বন্ধুসভা

দুষ্কৃতকারীদের হাত থেকে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও তাঁদের বাড়িঘর রক্ষায় কাজ করছে ভোলা বন্ধুসভা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ৮ আগস্ট জেলার কালীমাতা দুর্গামন্দির, মদন মোহন ঠাকুর জিউর মন্দির, শ্রীশ্রী কালীমাতার মন্দির, শ্রীশ্রী লক্ষ্মী গোবিন্দ জিউর ঠাকুর মন্দির, চরনোয়াবাদ কালীমন্দির এবং শ্রীশ্রী রাধা রাসবিহারী মন্দির পরিদর্শন করেন ভোলা বন্ধুসভার বন্ধুরা। পরে জেলা হিন্দু কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেন তাঁরা।

কেবল মন্দির পরিদর্শনই নয়, সেগুলো রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন বন্ধুরা। এ কাজে উপস্থিত ছিলেন ভোলা বন্ধুসভার সভাপতি মো. আশরাফুল, সহসভাপতি তানিয়া শিমু, সাধারণ সম্পাদক সুমন ওয়াহিদ, মীর মোশারফ অমি, কার্যকরী সদস্য শাফায়েত হোসেন, রাফি মীর, শুভ চন্দ্র দাস ও মুশফিক ইসলাম।

সভাপতি, ভোলা বন্ধুসভা