জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সাধারণ মুহূর্তগুলোর মধ্যে

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

নুরুল ইসলামের লেখা ‘জীবন লীলা’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ২৮ এপ্রিল গ্রীষ্মের উষ্ণ বিকেলের শীতল বাতাসে ইউনিভার্সিটি ক্যাম্পাস সংলগ্ন তেলিহারা গ্রামের পুকুরপাড়ে এটি অনুষ্ঠিত হয়।

‘জীবন লীলা’ বইটিতে লেখক জীবনের নানা রঙের কথা বলেছেন। মানুষের জীবনে সুখ-দুঃখ, আশা-নিরাশা, প্রেম-ভালোবাসা, হারানো-পাওয়া—সবকিছু মিলে যে বাস্তব জীবন তৈরি হয়, সেটাই তিনি সহজভাবে তুলে ধরেছেন।

এই বইয়ে বোঝানো হয়েছে, জীবন সব সময় মসৃণ নয়, কখনো কখনো কঠিন হয়ে ওঠে। ছোট ছোট মুহূর্তে আমরা আনন্দ পাই, আবার কখনো কষ্টের ভারে নুয়ে পড়ি। তারপরও জীবন থেমে থাকে না—চলতেই থাকে।

লেখক বলেছেন, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সাধারণ মুহূর্তগুলোর মধ্যে—যেখানে ভালোবাসা, বন্ধুত্ব, আত্মত্যাগ আর আশা একসঙ্গে মিশে যায়। জীবন মানে শুধু বড় বড় স্বপ্ন দেখা নয়, বরং ছোট ছোট সুখের মুহূর্তকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়া।

পাঠচক্রে ‘জীবন লীলা’ বইটি নিয়ে আলোচনা করেন সহসভাপতি সনিয়া দিপ্তী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সাদিয়া ইসলাম, সভাপতি তুষার চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান, আশিক মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খন্দকার, অর্থ সম্পাদক অভিষেক সরকার, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাদের, ইতি খাতুন, কনিকা শেখসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা