‘প্রথম আলোর বস্তুনিষ্ঠ সংবাদ সাধারণ মানুষকে সাহস জোগায়’

জামালপুরে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্‌যাপন
ছবি: বন্ধুসভা

নানা বাধা-বিপত্তি পাড়ি দিয়ে সুনামের সঙ্গে ২৫ বছর পাড়ি দিল দেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলো। নানা ভয়ভীতির মধ্যেও মাথা নত না করার নাম প্রথম আলো। সত্যনিষ্ঠ ও সাহস নিয়ে শুধু খবরই প্রকাশ করে না, পাশাপাশি সৃজনশীল মানুষ গড়ে তোলার কাজও করে যাচ্ছে প্রথম আলো। নিয়মিত নানা ধরনের সামাজিক কাজও করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে প্রথম আলো পাঠকের হৃদয়ে এভাবেই শত বছর থাকবে।

৫ নভেম্বর জামালপুরে প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এদিন দুপুরে জেলা শহরের ফুলবাড়িয়া এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়কেন্দ্র অপরাজেয় বাংলাদেশের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। পরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মিল্লি উৎসব ও কেক কাটা হয়।

জামালপুর বন্ধুসভার উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম বলেন, ‘২৫ বছর ধরেই প্রথম আলোর সঙ্গে আমার সর্ম্পক। সবার প্রথমে প্রতিদিন সকালে প্রথম আলো পড়া হয়। পত্রিকাটি জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এভাবেই প্রথম আলো ১০০ বছর পাড়ি দিবে, এই প্রত্যাশা।’

জামালপুরের জ্যেষ্ঠ সাংবাদিক মোখলেছুর রহমান বলেন, ‘আমি একজন সংবাদকর্মী হওয়ার পরও বলতে চাই, সত্যনিষ্ঠ ও সাহস নিয়ে সংবাদ প্রকাশে প্রথম আলো সবার সেরা। নানা বাধা-বিপত্তি মাথায় নিয়েও পত্রিকাটি মানুষের মনের কথাগুলো তুলে ধরে। প্রথম আলোর বস্তুনিষ্ঠ সংবাদ সাধারণ মানুষকে সাহস জোগায়। একই সঙ্গে প্রথম আলো সৃজনশীল তরুণ সমাজ গড়ে তোলার কাজও করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে প্রথম আলো পাঠকের হৃদয়ে এভাবেই শত বছর বেঁচে থাকবে।’

জ্যেষ্ঠ সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, প্রথম আলো দেশের একমাত্র পত্রিকা, যারা শত প্রতিকূলতা মোকাবিলা করে সত্য প্রকাশে অনড় থাকে। অন্যায়-অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে দল নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে যাচ্ছে।

অপরাজেয় বাংলাদেশের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম বলেন, ‘এই প্রথম একটি গণমাধ্যম অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের এত সম্মান দিল। সত্যিই প্রত্যেকটি শিশু আজ আনন্দিত। প্রথম আলোকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। একই সঙ্গে প্রত্যেকটি শিশু প্রথম আলোর জন্য দোয়া করেছে। প্রথম আলো পত্রিকা আরও অনেক দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি।’ তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ ও সত্য প্রকাশে সাহসী সংবাদ প্রচারে এককভাবে কাজ করে যাচ্ছে প্রথম আলো। সেই সঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমও করে যাচ্ছে।

অপরাজেয় বাংলাদেশের শিক্ষক আবদুল মোতালেব বলেন, ‘জনবহুল ও বস্তনিষ্ঠ সর্বজনগৃহীত সংবাদমাধ্যম প্রথম আলো। গত ২৫ বছর পত্রিকাটি এই ধারা অব্যাহত রেখেছে। আমাদের প্রত্যাশা, এই ধারা অব্যাহত থাকবে। এই পত্রিকার আমি একজন নিয়মিত পাঠক। তারা সংবাদ প্রকাশের পাশাপাশি সমাজের নিপীড়িত ও অসহায় মানুষদেরও সহযোগিতা করে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি আবদুল আজিজ, বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সভাপতি সিফাত আবদুল্লাহ্, সহসভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, অর্থ সম্পাদক অন্তরা চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ হিজবুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মো. আসাদুজ্জামান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারিয়াজ ফাহিম, বইমেলা সম্পাদক রুবেল হাসান, কার্যনির্বাহী সদস্য রাকিবুর রহমান, বন্ধু অয়ন, রুমা, বৃষ্টি, ফারজানা, ইমরান, সোহেল, আরিফুল, মতিন, নাঈম, বায়েজিদসহ অন্যরা।

সভাপতি, জামালপুর বন্ধুসভা