রঙিন উপহারে শারদ উৎসব

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে সিলেট বন্ধুসভার উদ্যোগে শিশুদের মধ্যে নতুন জামা বিতরণছবি: বন্ধুসভা

আকাশে-বাতাসে এখন শারদ উৎসবের শিহরণ। শিল্পীরা তুলির নিপুণ আঁচড়ে উদ্ভাসিত করে তুলেছেন মহিষাসুর মর্দিনীকে। বছর ঘুরে আবার চলে এসেছে শারদীয় দুর্গোৎসব। উৎসব মানেই খুশির আমেজ। বিশেষ করে পরিবারের ছোট শিশুদের মধ্যে আনন্দ-উল্লাস সবচেয়ে বেশি থাকে।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই স্বর্গ থেকে মর্তলোকে আগমন ঘটেছিল দেবী দুর্গার। এ দুর্গোৎসবকে কেন্দ্র করে বিগত বছরগুলোর মতো সিলেট বন্ধুসভা এবারও আয়োজন করেছে ‘রঙিন সুতায় শারদ উৎসব’।

সিলেট বন্ধুসভার উপহার দেওয়া নতুন জামা হাতে এক শিশু
ছবি: বন্ধুসভা

৯ অক্টোবর সিলেটের বটেশ্বরে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে ভাউয়ার পার, শ্যামপুর, জালালনগরসহ কয়েকটি জায়গায় অর্ধশত শিশুর মধ্যে নতুন জামা বিতরণ করেছে সিলেট বন্ধুসভা। নতুন জামা পেয়ে বাচ্চারা খুশিতে মেতে ওঠে। সৃষ্টি চক্রবর্তী নামের এক শিশু বলে, ‘নতুন জামা পেয়ে খুব ভালো লাগছে। আমরা সবাই খুব খুশি হয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় পূজা কমিটির সভাপতি বিশ্বজিৎ দাস, উপদেষ্টামণ্ডলীর সদস্য অবনী বৈদ্য, দীজেন্দ্র চক্রবর্তীসহ অনেকে। বন্ধুসভার বন্ধুদের ধন্যবাদ জানিয়ে দীজেন্দ্র চক্রবর্তী বলেন, ‘আপনারা আমাদের এখানে এসেছেন, আমরা খুব আনন্দিত। আশা করব, ভবিষ্যতে আরও বড় পরিসরে আপনারা এ ধরনের আয়োজন করবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল।’

জামা বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সূবর্না দেব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু সমীর বৈষ্ণব, ফয়সাল আহমেদ, দৃষ্টি বর্মণ, গায়ত্রী বর্মণ, সৈনিক বৈষ্ণব ও শিমু বৈষ্ণব।