প্রবীণ নিবাসে পিঠা খাওয়ার আনন্দ ভাগাভাগি করে নিলেন বন্ধুরা

বন্ধুদের উপহার দেওয়া পিঠা খাচ্ছেন প্রবীণ নিবাসের বাসিন্দারাছবি: ইতি খাতুন

পিঠা-পার্বণের দেশ বাংলাদেশ। শীত বাঙালির মনে বয়ে নিয়ে আসে পিঠার আমেজ। কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছেন, যাঁদের সুযোগ নেই পিঠা বানিয়ে বা কিনে খাওয়ার। এমনই কিছু মানুষ বাস করেন বগুড়ার বাঘোপাড়ায় অবস্থিত টিএমএসএস প্রবীণ নিবাসে। তাঁদের সঙ্গে পিঠা খাওয়ার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা।

৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় বন্ধুরা প্রবীণ নিবাসে যান। নিজ হাতে বাহারি রকমের পিঠা বানিয়ে আনেন বন্ধু সিনথিয়া শ্রাবণ, খালিদ হাসান, আবদুল কাদের ও ইতি খাতুন। পিঠা খাওয়ার পাশাপাশি প্রবীণদের সঙ্গে বন্ধুরা মেতে ওঠেন গল্পে, শোনেন তাঁদের সুখ-দুঃখের কথা। এই মানুষগুলোর মধ্যে লুক্কায়িত রয়েছে নানা প্রতিভা। কেউ অনেক সুন্দর গান গায়, কেউ-বা কবিতা আবৃত্তি।

বাহারি রকমের পিঠা
ছবি: ইতি খাতুন

এ সময় উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি তুষার চন্দ্র, সহসভাপতি সনিয়া দীপ্তি, সাধারণ সম্পাদক নিগম সেন, অর্থ সম্পাদক অভিষেক সরকার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রিমন হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুরাইয়া জাহান, কার্যনির্বাহী সদস্য আছিয়া আক্তার, আবু রায়হানসহ অন্য বন্ধুরা।

সভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা