ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’
বাংলা সাহিত্যের অনন্য অনুভবময় রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘পোস্টমাস্টার’। এটি নিছক একটি সম্পর্কের গল্প নয়, বরং নিঃসঙ্গতা, করুণা, বঞ্চনা ও সমাজব্যবস্থার নির্মমতার এক হৃদয়বিদারক প্রতিচ্ছবি। ১৮৯১ সালে প্রথম প্রকাশিত গল্পটি রবীন্দ্রনাথের ‘গল্পগুচ্ছ’ সংকলনের অন্তর্ভুক্ত।
২৫ জুলাই বিকেলে ছোটগল্প ‘পোস্টমাস্টার’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে এটি অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক রাবিয়াতুল বুশরার সঞ্চালনায় শুরুতেই বন্ধুরা নিজেদের পরিচয় দেন এবং গল্পটির প্রেক্ষাপট তুলে ধরেন। আলোচনাপর্বে উঠে আসে গল্পের মূল উপজীব্য—এক শহুরে পোস্টমাস্টার ও গ্রামীণ অনাথ কিশোরী রতনের মধ্যকার আন্তরিক সম্পর্ক এবং পরিণতিতে ঘটে যাওয়া বিচ্ছেদ ও বেদনার ছবি।
বন্ধু তুরাবি তাবাসসুম বলেন, ‘পোস্টমাস্টার’ গল্পটা কেবল রতনের কষ্ট নয়, আমাদের সমাজের অসংখ্য রতনের না–বলা কষ্টের প্রতিচ্ছবি।’
বন্ধু আদর আলামিন বলেন, ‘আলোচনার ভেতর দিয়ে গল্প যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে। আমরা চাই, বই নিয়ে এমন মমতা ও যুক্তির পরিসর আরও ছড়িয়ে যাক।’
সভাপতি খালিদ হাসান বলেন, ‘পোস্টমাস্টার’ গল্পটি মায়া-মমতা, প্রত্যাশা ও বিরহের নিঃশব্দ হৃদয়স্পর্শী চিত্র আঁকে। এতে স্পষ্ট হয়ে ওঠে শ্রেণি ব্যবধান ও শহর-গ্রামের পারস্পরিক দৃষ্টিভঙ্গির ব্যবধান।
এ ছাড়া আলোচনায় অংশ নেন ম্যাগাজিন সম্পাদক মুনমুন আহমেদ, বন্ধু রূপা চন্দ্রসহ অন্য বন্ধুরা। পাঠচক্র শেষে ভবিষ্যৎ আয়োজন নিয়ে পরামর্শ ও পরিকল্পনা নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক তাওমান জাহান, বন্ধু জেরিন জোহরা, জাকি সুবহানসহ অন্যরা।
সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা