খুলনা বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
সাংগঠনিক বৈঠক করেছে খুলনা বন্ধুসভা। ১৫ মার্চ বেলা ১১টায় অনলাইনে এটি অনুষ্ঠিত হয়। বৈঠকে নারীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার, দক্ষতা উন্নয়ন কর্মশালা আয়োজন ও সহমর্মিতার ঈদ কর্মসূচি বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতি কাজী মাসুদুল আলম বলেন, ‘ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে আমাদের সহমর্মিতার ঈদ কার্যক্রম বাস্তবায়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আসফিক আহমেদ সিদ্দিকী, সহসভাপতি এম এম মাসুম বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা যূথী, অর্থ সম্পাদক ইমন মিয়া, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুঁই আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাফায়েত হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক অনির্বাণ সরকার, কার্যনির্বাহী সদস্য শেখ হাফিজুর রহমান, আবু বক্কর সিদ্দীক, মো. লিমন, সাকিব রেজাসহ অন্য বন্ধুরা।