এমসি কলেজ বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র উপহার

এমসি কলেজ বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র উপহারছবি: বন্ধুসভা

নতুন বছরের শুরুতেই তীব্র শৈত্যপ্রবাহে সবার প্রাণ জড়সড়। সামাজিক মানুষ হিসেবে সর্বদাই পরস্পরের দুর্যোগে-সংকটে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমরা যদি একে অপরের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতে পারি, তাহলে পৃথিবীটা হয়ে উঠবে সুন্দর আবাসভূমি। শীতের তীব্রতা থেকে একটু উষ্ণ ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে এমসি কলেজ বন্ধুসভা।

২২ জানুয়ারি বেলা ১১টায় সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। প্রথমে উপদেষ্টা ও বন্ধুদের সমন্বয়ে কলেজ ক্যাম্পাস এবং রাতের বেলায় নগরীর রাস্তায় শীতবস্ত্রহীন ঘুমন্ত মানুষের মধ্যে কম্বল পৌঁছে দেওয়া হয়। অর্ধশত মানুষের মধ্যে এগুলো বিতরণ করেন বন্ধুরা।

এমসি কলেজ বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র উপহার
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা দিলীপ চন্দ্র রায় বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা নিজেদের উৎকর্ষ সাধন ও মানবিক কাজের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখছে। ভালোর সাথে আলোর পথে তোমাদের এ যাত্রা আরও দীর্ঘ ও মসৃণ হোক।’

নতুন কম্বল পেয়ে খুশি হয়ে শেফালী বেগম বলেন, ‘এই শীতের রাতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যাদের শীতের কাপড় নেই, তারা জানে শীত কতটা বেদনাদায়ক। আপনাদের জন্যে দোয়া রইল। স্রষ্টা আপনাদের মঙ্গল করুক।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমসি কলেজ গণিত বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ চন্দ্র রায়, অর্থনীতি বিভাগের প্রভাষক নিকসন দাস, রসায়ন বিভাগের সুজন তালুকদার, সাবেক সভাপতি তানভীর মাহফুজ, উত্তম দাস, সাবেক সাধারণ সম্পাদক ফারহানা লিমা, সাবেক স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, বর্তমান সহসভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক লিমা তালুকদার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তাপস শীল, প্রশিক্ষণ সম্পাদক প্রজ্ঞা চৌধুরী, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক অনন্ত সরকার, কার্যনির্বাহী সদস্য বর্ষা মল্লিক, রাসেল দাস, বন্ধু সাজিদ আহমেদ, এম এস মুবিন, জেরিন নোভাসহ অন্য বন্ধুরা।

সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা