রংপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কেক কেটে রংপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনছবি: বন্ধুসভা

‘প্রথম আলো প্রতিদিন খবরের পাশাপাশি নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। শিক্ষার্থীদের নিয়ে বছরব্যাপী শিক্ষণীয় কাজও করে আসছে বছরের পর বছর ধরে। প্রাকৃতিক দুর্যোগে ছুটে গেছে প্রত্যন্ত অঞ্চলে। সব সময় মানুষের পাশে থেকে সত্য কথা বলে আসছে। প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, একটি প্রতিষ্ঠান।’

৯ নভেম্বর রংপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ। প্রথম আলো রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

‘জেগেছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক জহির রায়হান। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অন্যদের মধ্যে বক্তব্য দেন দ্য মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মারুফ হোসেন মাহবুব, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মিঠাপুকুর উপজেলার আহ্বায়ক মোতাব্বেরুল ইসলাম, নাট্যশিল্পী রাবেয়া আক্তার, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইবেরির গ্রন্থাগারিক আবু আজাদ রহমান, স্কুলশিক্ষক মাহমুদা আক্তার প্রমুখ। সমাপনী বক্তব্য দেন প্রথম আলো রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক সংগীতা দাস।

রংপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবি: বন্ধুসভা

বক্তারা বলেন, ‘প্রথম আলো সত্যকে সত্য বলার কারণে বারবার সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও প্রথম আলো সংবাদ পরিবেশনে থেমে থাকেনি। প্রথম আলো মানুষের পাশে দাঁড়িয়েছে। কল্যাণের পথে মাথা উঁচু করে এখনো বহমান। পত্রিকাটি অসহায় মানুষের নতুন জীবনের আলো দেখায়। সব মানুষের আশ্রয়স্থল প্রথম আলো। প্রথম আলোর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’ সত্যে তথ্যে আরও এগিয়ে যাওয়ার জন্য পত্রিকাটির পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর বেতারের ঘোষক আতিকুর রহমান, নাট্যব্যক্তিত্ব জাহিদ হোসেন, ব্যাংক কর্মকর্তা ফিরোজ মো. ফারুক, সংগীতশিল্পী রওশন আরা সোহেলী, জাহাঙ্গীর কবির ও শিক্ষক হোসাইন আল মামুন। আলোচনার ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা।

সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা