ড. জোসেফ মার্ফির লেখা ‘দ্য পাওয়ার অব ইওর সাবকনশাস মাইন্ড’ বইটি মানুষের মনস্তত্ত্বের গভীরে গিয়ে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা সম্পর্কে আলোকপাত করে। প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, অবচেতন মন কতটা প্রভাবশালী এবং এর শক্তিকে সঠিকভাবে ব্যবহার করলে আমরা আমাদের জীবনকে নিজেদের ইচ্ছেমতো রূপ দিতে পারি। লেখক আমাদের ভাবতে শেখান যে সাফল্য ও ব্যর্থতা আসলে আমাদের চিন্তা ও বিশ্বাসের ফসল।
বইটির মূল বক্তব্য হলো, অবচেতন মন কখনো ঘুমায় না, এটি সর্বদা কাজ করে। আমরা যদি আমাদের চিন্তা ও বিশ্বাসকে ইতিবাচকভাবে পরিচালনা করতে পারি, তাহলে তা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে। এ বিষয়ে জোসেফ মার্ফি বলেন, তোমার অবচেতন মন কখনো ঘুমায় না। এটি সব সময় কাজ করে।
‘দ্য পাওয়ার অব ইওর সাবকনশাস মাইন্ড’ বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। ১৩ এপ্রিল দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
বন্ধুদের আলোচনায় উঠে আসে, ‘দ্য পাওয়ার অব ইওর সাবকনশাস মাইন্ড’ এমন একটি বই, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখে। এটি শুধু আত্মোন্নয়নের জন্য নয়, বরং জীবনের সব স্তরে সাফল্য ও সুখ অর্জনের জন্য অত্যন্ত কার্যকর।
বইটি পড়ার সময় এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয়, এটা তো আমার জন্যই লেখা! এটাই এই বইয়ের শক্তি। প্রত্যেক পাঠক যেন তাঁর জীবনের সঙ্গে বইটির মর্মার্থ মিলিয়ে নিতে পারেন। মানুষ সব সময় নিজের জীবনকে উন্নত করার উপায় খোঁজে, আর এই বই সেই খোঁজেরই একটি নিখুঁত উত্তর। বইটি শুধু পড়ার জন্য নয়, জীবনধারায় প্রয়োগ করার জন্য।
পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক উম্মে সামেলা, সাংগঠনিক সম্পাদক নুজহাত সিদ্দিকী, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক তাসফিয়া কাদের, প্রশিক্ষণ সম্পাদক রাউজাতুল মোস্তফা সুমাইয়া, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আয়েশা সিদ্দিকা, কার্যনির্বাহী সদস্য পূর্ণিমা নাথ, বন্ধু নাজিয়া আফরিন, মোহাম্মদ সাহেদসহ অন্য বন্ধুরা।
সভাপতি, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা