নীলফামারীতে শুরু গ্রামীণফোন উঠান বৈঠক

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের জসিয়ার মেম্বার পাড়ার জয়নাল ইসলামের উঠানে অনুষ্ঠিত বৈঠকছবি: প্রথম আলো

‘ইন্টারনেটের দুনিয়া সবার’ স্লোগানে প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় নীলফামারীতে শুরু হয়েছে গ্রামীণফোন উঠান বৈঠক। ২৭ আগস্ট সকালে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের জসিয়ার মেম্বার পাড়ার জয়নাল ইসলামের উঠানে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে নীলফামারী জেলায় এই কার্যক্রম শুরু হলো।

একই দিন বিকেলে একই উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মো. আইনুল হকের উঠানে দ্বিতীয় বৈঠকটি হয়। দুটি অনুষ্ঠানে দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।

পিছিয়ে থাকা গ্রামীণ নারীদের ইন্টারনেট সেবার আওতায় আনার লক্ষ্যে এবং এ সেবার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশব্যাপী গ্রামীণফোন এ উঠান বৈঠকের আয়োজন করছে। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে নীলফামারী জেলার ২০টি ইউনিয়নে এ বৈঠকের আয়োজন করা হচ্ছে।

প্রথম দিন বৈঠকে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সুপারভাইজার মাসুম আহমেদ, ব্র্যান্ড প্রোমোটর জিহাদুল ইসলাম। নীলফামারী বন্ধুসভার সহসভাপতি দলনেতা নিপুন রায়, সহযোগী হিসেবে ছিলেন বন্ধু পিংকি আক্তার ও রাইসুল ইসলাম। সঞ্চালনা করেন নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবী আক্তার।

বৈঠকে অংশ নিয়ে সুমনা আক্তার (৩০) বলেন, ‘এখানে এসে অনেক কিছু শিখলাম। ইন্টারনেট কীভাবে কিনব, কীভাবে স্বাস্থ্যসেবা পাব—সব কিছু জানলাম। অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে।’

কল্পনা বেগম (৩৫) বলেন, ‘এখানে না এলে অনেক কিছু অজানা থাকত। আজকে জানলাম, যার কাছে ইন্টারনেট আছে, তার কাছে দুনিয়ার সব খবর আছে। ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে আয় করা যায়, সেটাও জানলাম।’

আজিমা বেগম (৪০) বলেন, ‘গ্রামে এ ধরনের আয়োজন অব্যাহত রাখলে গ্রামীণ নারীরা বেশি উপকৃত হবেন।’