টানা কয়েক দিনের অক্লান্ত পরিশ্রমের পর সফলভাবে শেষ হয় দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা। এরপরই বন্ধুদের থেকে দাবি ওঠে একটা আনন্দ আড্ডার আয়োজন করা হোক। কিন্তু কী হতে পারে সেই আয়োজনে? অনেকে অনেক প্রস্তাব দেন। শেষ পর্যন্ত গৃহীত হয় চড়ুইভাতি হলে মন্দ হয় না।
গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় বইমেলা। এর ঠিক তিন দিন পর ৪ মার্চ ছেলেবেলার স্মৃতিতে হারিয়ে যেতে বন্ধুরা মেতে ওঠেন চড়ুইভাতিতে। বিশ্ববিদ্যালয়ের ময়নাদ্বীপ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
একদিকে চলে রান্নার আয়োজন, অন্যদিকে চলতে থাকে হাঁড়িভাঙা, গুপ্তধন খোঁজ, বালিশ বদলসহ বিভিন্ন মজাদার খেলাধুলা। সবাই এসব খেলায় অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সভাপতি নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ রুহুল আমিন।
সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা