‘প্রথম আলো গণমানুষের কথা বলে’

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনাছবি: বন্ধুসভা

‘প্রথম আলো সব সময় অন্ধকারে আলো ফেলে সঠিক তথ্য তুলে ধরে। এ জন্য প্রথম আলোর প্রতি মানুষের প্রচণ্ড আস্থা। প্রথম আলো গণমানুষের কথা বলে। সমাজের সঠিক চিত্র তুলে নিয়ে আসে। আমরা যখন ভুলপথে চলতে শুরু করি, তারা আমাদের সঠিক পথ দেখিয়ে দেয়।’

ফরিদপুরে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন। ৭ নভেম্বর বেলা ১১টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর বন্ধুসভা।

বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ বলেন, ‘১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছে। বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের চেতনায়। তবে মুক্তিযুদ্ধের চেতনা আমরা বাস্তবায়ন করতে পারিনি বলে আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হচ্ছে।’

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায় বলেন, ‘প্রথম আলো আমাদের কাছে দেশের সঠিক চিত্র জানার আসল মাধ্যম। সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে নির্ভিক চিত্তে প্রথম আলো তার দায়িত্ব পালন করে যাচ্ছে।’

সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আবদুর হালিম বলেন, ‘প্রথম আলো ভালোর সঙ্গে থাকে। প্রথম আলো আমাদের কাছে সত্যের বার্তাবাহী। এ কলেজের সব ভালো কাজে আমরা প্রথম আলোকে পাশে পাই।’

ফরিদপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবি: বন্ধুসভা

প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান, সিপিবির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, জেলা খেলাঘরের সভাপতি আলতাফ মাহমুদ।

সাংস্কৃতিক পর্বে ‘আলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও’ গান পরিবেশন করেন ফরিদপুর বন্ধুসভার সংস্কৃতিবিষয়ক সম্পাদক মিঠুন দাস, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ গান পরিবেশন করেন দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আবদুস সবুর। শেষে পরিবেশন করা হয় হরবোলা।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি সম্মাননা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা