শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রেষ্ঠ ছোটগল্প’ গ্রন্থ নিয়ে পাঠচক্র করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১২ এপ্রিল জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের তৃতীয় তলায় প্রমিত কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান বলেন, ‘“শ্রেষ্ঠ ছোটগল্প” গ্রন্থের “বিলাসী” শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি অত্যন্ত সংবেদনশীল ছোটগল্প। এটি মূলত মানুষের আবেগ, প্রেম, ত্যাগ ও সমাজের দ্বিমুখিতা নিয়ে লেখা। গল্পের মূল চরিত্র বিলাসী, এক বিশিষ্ট নারী চরিত্র; যার জীবনে প্রেম এসেছে, কিন্তু সমাজ ও পরিবারের চাপের কারণে সেই প্রেম পূর্ণতা পায়নি। সে একদিকে যেমন স্নেহভরা, তেমনি জীবনের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়ে দৃঢ়ও। শরৎচন্দ্র তাঁর লেখার মাধ্যমে নারীর মনোজগতের গভীরতা অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন। এই গল্পটি নারীবাদী মনোভাব এবং সামাজিক অবক্ষয়ের প্রতি প্রতিবাদী কণ্ঠস্বর বহন করে। তিনি দেখান, কীভাবে সমাজের তথাকথিত নীতিবোধ এক নারীর জীবনকে কঠিন করে তোলে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারহা উলফাৎ রহমান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য সিফা বিনতে হাবিব, শাকিল হোসেন, বন্ধু আসিফ উৎসসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা