রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ফল উৎসব
প্রাকৃতিক ফলের পুষ্টিগুণ ও সচেতনতা বাড়াতে ফল উৎসব করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৬ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
উৎসবে প্রদর্শিত হয় আম, কাঁঠাল, জামরুল, আমড়া, আনারস, লটকন, ড্রাগন, পেয়ারা, কলাসহ গ্রীষ্ম ও বর্ষা ঋতুর নানা ধরনের দেশি ফল। বন্ধুরা বলেন, ‘ফল উৎসবের মাধ্যমে আমরা প্রাকৃতিক ও মৌসুমি ফলের প্রতি আগ্রহ বাড়াতে চাই, যাতে তরুণ প্রজন্ম স্বাস্থ্যকর খাবার গ্রহণে সচেতন হয়।’
উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার উপদেষ্টা, শিক্ষার্থী ও বন্ধুসভার বন্ধুরা। সাধারণ সম্পাদক রিয়াদ খানের সঞ্চালনায় বক্তব্য দেন উপদেষ্টা তুহিনূজ্জামান ও রহিমা সিদ্দীকি এবং সভাপতি ফরহাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি আল-আমিন, সাবেক দপ্তর সম্পাদক মৌ সিং, বর্তমান কমিটির অর্থ সম্পাদক শরিফা নাজনিনসহ অন্যরা।
সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা