গাইবান্ধা বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

সাংগঠনিক বৈঠক শেষে গাইবান্ধা বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর প্রথম সাংগঠনিক বৈঠক করেছে গাইবান্ধা বন্ধুসভা। ১৩ জানুয়ারি বিকেলে আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সবুজ ক্যাম্পাস মাঠে এটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে নতুন কমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেন এবং বন্ধুসভার ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ ছাড়া দলীয় উদ্দীপনা বৃদ্ধি ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

বৈঠকে বক্তব্য দেন আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি জিসান মাহমুদ, সহসভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক উম্মে হাবিবা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীমসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, গাইবান্ধা বন্ধুসভা