দীর্ঘদিন অপরিষ্কার থাকা ৬৪ খাল উদ্ধারে তরুণেরা

খাল পরিষ্কার করছেন তরুণেরাছবি: সংগৃহীত

তরুণদের শক্তি যে কতটা তীব্র, সেটি আবার প্রমাণিত হলো। কোনো লাভ না থাকার পরও নিজেদের চেষ্টায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ৬৪ জেলায় ৬৪টি খাল পরিষ্কার করার কার্যক্রমে অংশ নিলেন তাঁরা। যেসব খাল দীর্ঘদিন ধরে অপরিষ্কার ছিল, সেসব খালের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তাঁরা প্রমাণ করলেন যে তারুণ্য অপ্রতিরোধ্য।

জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে ৬৪ জেলায় ৬৪টি খাল পরিষ্কার করার কার্যক্রম গ্রহণ করে যুব উন্নয়ন অধিদপ্তর। গত ১ থেকে ১৫ নভেম্বর সারা দেশে চলে এই পরিচ্ছন্নতা কার্যক্রম। এ কার্যক্রমের বিস্তারিত এবং খাল পরিষ্কারের প্রশংসনীয় ছবিগুলো দিয়ে একটি বই প্রকাশ করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
ছবি: সংগৃহীত

৬৪ জেলায় ৬৪টি খাল পরিষ্কার কার্যক্রমের বিষয়টি দালিলিকভাবে সংরক্ষণের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রকাশনার উদ্যোগ গ্রহণ করে। এ প্রকাশনায় প্রতিটি খালের পরিচ্ছন্নতা, পূর্ণ পরিচ্ছন্নতা কার্যক্রমের এবং পরিচ্ছন্নতা–উত্তর স্থিরচিত্র স্থান পেয়েছে। ছাত্র–জনতার অভ্যুত্থানের শহীদদের প্রতি বইটি উৎসর্গ করা হয়েছে।

এই কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘পরিবেশবান্ধব, জনস্বাস্থ্য ও জনকল্যাণমূলক এ কাজে যুব উন্নয়ন অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারী, প্রশিক্ষণার্থী, যুব সংগঠক, স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেছেন। সবার অবদান স্থান পেয়েছে আমাদের বইটিতে। যুবকদের সম্পৃক্ত করে সমাজ উন্নয়নমূলক যেকোনো কার্যক্রম গ্রহণ করা হলে তা সাফল্যজনকভাবে সম্পন্ন করা যে সম্ভব, সেটিও উঠে এসেছে আমাদের বইটিতে। দেশব্যাপী ৬৪টি খাল পরিষ্কার কর্মসূচি সাফল্যজনকভাবে সম্পন্নকরণের এ বার্তা অন্যদের মধ্যেও ইতিবাচক প্রভাব রাখবে বলে বিশ্বাস করি।’

খাল পরিষ্কার করছেন তরুণেরা
ছবি: সংগৃহীত

ঢাকা বিভাগ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের বিখ্যাত যেসব খাল দীর্ঘদিন ধরে অপরিষ্কার ছিল, সেসব খাল পরিষ্কার করার ছবি, পরিষ্কার করার পর বর্তমান অবস্থা এবং যে উদ্যমী যুবকেরা এ কাজে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের সবার ছবি তুলে ধরা হয়েছে বইটিতে।