‘রামগোলাম’ হরিশংকর জলদাস রচিত একটি উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে। এটি লেখকের একটি অনন্য রচনা। বইটিতে হরিজনপল্লির করুণ কাহিনি ফুটে উঠেছে। এতে যেমন রয়েছে ঐতিহাসিক শৃঙ্খলে বাঁধা পড়া মানুষের তীব্র আকুতি–মিনতি, তেমনি আছে আন্দোলনের তীব্রতা।
এ উপন্যাসে হরিশংকর জলদাস দেখিয়েছেন, কীভাবে ক্ষমতাবান শ্রেণি ক্ষমতার অপব্যবহার করে ইতিহাস ভিন্ন পথে চালিত করে। কীভাবে ন্যায্য অধিকার কেড়ে নিয়ে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করে। উপন্যাসটি পাঠকের হৃদয় আন্দোলিত করে, শিহরণ জাগায়।
২৬ জানুয়ারি প্রথম আলোর সিলেট অফিসের বন্ধুসভার কক্ষে বইটি নিয়ে পাঠচক্রের আসর করে সিলেট বন্ধুসভা। পাঠ আলোচনায় বইটির প্রকাশকাল, বিষয়বস্তু নিয়ে বন্ধু শ্রেয়ান ঘোষ বলেন, ‘হরিজনদের জীবনভাষ্য হিসেবে হরিশংকর জলদাস প্রশংসার দাবিদার।’ অন্তর শ্যাম বলেন, ‘হরিজন সমাজের দুর্দশার একটা আপাত–ধারণা পাওয়া যায় এই উপন্যাস থেকে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন গায়ত্রী বর্মন, সাবাহ সুন্নাহ, অনুপমা, হিয়া, পিয়াস, আবদুল্লাহ, সাকিব, ফয়সাল, সমরজিৎ, ইসরাতুল, প্রসীতা, ফিমা, আরিফা, সাদমান, লাবাহ সুন্নাহ, অমি, শ্রেয়া, জয়, মৌমিতা, নাঈমা, ফিদা নুজহাত, ইমন, সৌমেন, হিমাদ্রি, সমীর ও সূবর্ণা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সিলেট বন্ধুসভা