নোয়াখালী বন্ধুসভার ‘বসন্ত আড্ডা’

বসন্ত আড্ডায় অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা লায়লা পারভীনছবি: বন্ধুসভা

কুয়াশাঘেরা শীতের শেষে রুক্ষ পরিবেশে প্রাণ ছড়াতে আগমন ঘটে বসন্ত ঋতুর। প্রকৃতিকে অকৃত্রিম রূপ, রং আর সৌন্দর্যে জড়াতেই আগমন হয় বসন্তের। বসন্ত আসে প্রেম নিয়ে, আসে বর্ণিল রঙে রঙিন করে তুলতে। তাই বসন্তকে বরণ করে নিতে নোয়াখালী বন্ধুসভা ১৪ ফেব্রুয়ারি আয়োজন করে ‘বসন্ত আড্ডা’।

শুরুতেই বসন্ত উৎসব এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানো হয়। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বন্ধুদের প্রিয়জনদের উদ্দেশে পাঠানো চিঠি পড়ে শোনান সঞ্চালক সাংগঠনিক সম্পাদক তাজকির হোসেন। চিঠিতে ওঠে এসেছে অপূর্ণ ভালোবাসার কথা। কেউ কেউ ব্যক্ত করেছেন মা-বাবার প্রতি অব্যক্ত ভালোবাসা আর শ্রদ্ধা। বন্ধুদের চিঠিগুলো ছিল অনুভূতির, অনুভবের আর অফুরন্ত ভালোবাসার।

এ সময় উপদেষ্টা লায়লা পারভীনকে তাঁর নিজস্ব অনুভূতি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন বন্ধুরা। লায়লা পারভীন বলেন, ‘ভালোবাসা সুন্দর, শুদ্ধ এবং পবিত্রতার সম্পর্ক। যেখানে মোহ, মায়া, আদর-যত্নে লালিত হয় সম্পর্কগুলো। তবে ভালোবাসা পূর্ণতার চেয়ে অপূর্ণতাই সুন্দর বলে মনে করি। ভালোবাসা মুক্তির কথা বলে। ভালোবাসা সত্যের পথ দেখায়, আবার ভালোবাসা দায়বদ্ধ এবং স্বপ্ন পূরণে একনিষ্ঠ করে তোলে। তাই ভালোবাসা দিবসে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক হয়ে উঠুক আরও দৃঢ়।’

পয়লা ফাল্গুনের বসন্ত আড্ডা এবং বিশ্ব ভালোবাসা দিবসের আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উম্মে ফারহিন, অর্থ সম্পাদক মাজরিহাতুন স্বর্ণা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া সামান্তা, দপ্তর সম্পাদক ধ্রুব ভূঁঞাসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা