নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য পরামর্শ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘রমজানে নারী স্বাস্থ্য’ শিরোনামে জামালপুর বন্ধুসভার উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভাছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘রমজানে নারী স্বাস্থ্য’ শিরোনামে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করেছে জামালপুর বন্ধুসভা। ৮ মার্চ সদর উপজেলার পূর্ব বামুনপাড়া গ্রামের সুহৃদ প্রাক্‌–প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন গ্রামটির অর্ধশত নারী।

নারীদের সাধারণ স্বাস্থ্যসচেতনতা নিয়ে আলোচনা করেন জামালপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জামালপুর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান এবং স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফারজানা আক্তার। রমজানে নারী স্বাস্থ্য ও বিভিন্ন স্বাস্থ্য সমস্যার বিষয়ে পরামর্শ দেন সহসভাপতি ডা. কানিজ ফাতেমা।

ডা. কানিজ ফাতেমা তাঁর বক্তব্যে নারীর প্রজনন ও মাসিক স্বাস্থ্যবিধি, মাতৃত্বকালীন ও প্রসূতি সেবা, স্তন ও জরায়ুর স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস গঠন, পুষ্টি ও সুস্থ জীবন যাপন, যৌন ও গোপন স্বাস্থ্য, কর্মজীবী নারীদের স্বাস্থ্যসেবা, নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘রমজানে নারী স্বাস্থ্য’ শিরোনামে জামালপুর বন্ধুসভার উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা

এ সময় উপস্থিত নারীদের উদ্দেশে ডা. কানিজ ফাতেমা বলেন, ‘নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যাপারে সচেতন হোন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। যাতে সবাই সুস্থ থেকে স্বাভাবিক কর্মজীবন পরিচালনা করতে পারেন।’

আলোচনা শেষে নারী ও কিশোরীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন, ৪০০ পিস ওষুধ ও স্যালাইন বিতরণ করা হয়। এ ছাড়া নারীদের ১০টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন সুহৃদ প্রাক্‌–প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি বিনতে নাসির ও রৌশন বিপ্লবী।

রিকতা আকতার নামের এক কিশোরী বলে, ‘আগে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে তেমন কিছু জানতাম না। স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার গুরুত্ব আজ বুঝতে পেরেছি। গ্রামের অনেক মেয়ে এখনো এসব বিষয়ে জানে না। আজ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।’

এই কিশোরীর মা বলেন, ‘এখান থেকে যে ওষুধ ও স্যালাইন পেয়েছি, তা আমাদের খুব কাজে লাগবে। আমি জামালপুর বন্ধুসভাকে ধন্যবাদ জানাই। কারণ, তারা আমাদের মতো পিছিয়ে পড়া মানুষের জন্য এ ধরনের উদ্যোগ নিয়েছে।’

জামালপুর বন্ধুসভার জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মাওয়া খান বলেন, ‘গ্রামীণ নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে এই প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী দিবস উদ্‌যাপনে এমন কার্যক্রম সত্যিই প্রশংসনীয় এবং এটি নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সহায়ক হবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নাইম, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম, প্রশিক্ষণ সম্পাদক সাদিয়া জেরিন, বইমেলা সম্পাদক আমির হামজাসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, জামালপুর বন্ধুসভা