মেহেদির আলপনায় রাঙা হাত

শিশুর হাতে মেহেদির আলপনা এঁকে দিচ্ছেন ঠাকুরগাঁও বন্ধুসভার এক বন্ধুছবি: বন্ধুসভা

ঈদ ঘিরে সবার কত উচ্ছ্বাস, কত আবেগ, কত আনন্দ, কত পরিকল্পনা থাকে। কেউ ঘুরতে যায়, কেউ সালামি নিতে নিতে দিন পার করে। বাচ্চাকাচ্চা, মেয়েদের আবেগ আবার ঘিরে থাকে হাতে মেহেদির রং দেওয়া নিয়ে। ঈদ এলে সবাই ব্যস্ত হয়ে যায়। যে সুন্দর করে মেহেদির আলপনা আঁকতে পারে, তার কাছে ভিড় জমে সবার।

ঈদের আনন্দ যেন দ্বিগুণ থাকে, কেউ যেন হাতে মেহেদি না পরার দুঃখে আনন্দ মাটি না করে, সেই লক্ষ্যে ঠাকুরগাঁও বন্ধুসভা সবার জন্য মেহেদি উৎসবের আয়োজন করেছে। ৩০ মার্চ বিকেলে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন স্থানের অসংখ্য শিশু অংশ নেয়।

ঠাকুরগাঁও বন্ধুসভার মেহেদি উৎসব
ছবি: বন্ধুসভা

মেহেদি এঁকে দেন বন্ধু মুসকান, সাইরা ইসলাম, নুসরাত জাহান, আনিকা তাবাচ্ছুম, তারান্নুম ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু ফাহিমা নুসরাত, আরেফিন আকাশ, সৈয়দ শিহাব, মোস্তাকিম বিল্লাহ, পিয়াল হোসেন ও রিফাত সাহারিয়ার।

ফাহিমা নুসরাত বলেন, ‘আমরা ঈদের আনন্দকে দ্বিগুণ করতে এ আয়োজন করেছি।’

সাধারণ সাম্পাদক সৈয়দ শিহাব বলেন, সবাই যেন মেহেদি পরতে পারে। তাই এ আয়োজন।

মেহেদি দিতে আসা সুহা (১৪) তার অনুভূতি ব্যক্ত করে বলে, ‘আমরা প্রতিবছর অপেক্ষা করি, কখন বন্ধুসভার মেহেদি উৎসব হবে। এখানে মনমতো ডিজাইন করে নিতে পারি।’

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা