পথচারীদের মধ্যে খুলনা বন্ধুসভার ইফতারি বিতরণ
সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে খুলনা বন্ধুসভা। ১১ মার্চ সন্ধ্যায় নগরীর নজিরঘাট সোনাডাঙা এলাকায় এগুলো বিতরণ করেন বন্ধুরা।
৭ বছর বয়সী মুরসালিন রহমান। শহরের নাজিরঘাটের একটি বস্তিতে থাকে। মা অন্যের বাসাবাড়িতে কাজ করেন, বাবা রিকশাচালক। বন্ধুদের ইফতারি বক্স বিতরণ দেখে ছুটে আসে। তার মতো এমন শিশু, রিকশাচালক ও পথচারী মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়।
কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন সাংগঠনিক সম্পাদক মো. রহমাতুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা যুথি ও অর্থ সম্পাদক ইমন মিয়া। বন্ধুরা নিজেদের অর্থ ব্যয় করে এ কর্মসূচি সম্পন্ন করেন। সহযোগিতা করেন সহসভাপতি এম এম মাসুম বিল্লাহ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুই আক্তার, বন্ধু জয়ন্ত গাইন, বিধান, লিমন ও অন্য বন্ধুরা।
সভাপতি কাজী মাসুদুল আলম বলেন, ‘খুলনা বন্ধুসভার বন্ধুরা প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন। ইফতার কর্মসূচি বাস্তবায়নে বন্ধুরা যে শ্রম দিয়েছেন, তা সার্থক হয়েছে। এভাবেই বন্ধুরা সামাজিক ও মানবিক কাজ করার পাশাপাশি নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলছেন।’
যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা