গ্রন্থাগারের প্রায় ৪০ হাজার বই ঝেড়েমুছে সাজিয়ে দিলেন বন্ধুরা

দুই দফায় কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের প্রায় ৪০ হাজার বই ঝেড়েমুছে সাজিয়ে দিলেন বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

ভাষার মাসে অনন্য এক কাজ করেছেন কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। ৫ ও ১৩ ফেব্রুয়ারি দুই দফায় জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রায় ৪০ হাজার বই ঝেড়েমুছে ক্যাটালগ অনুযায়ী শেলফে সাজিয়ে দিয়েছেন তাঁরা।

সরকারি এ গণগ্রন্থাগারে ৫০০ বছরের পুরোনো দুর্লভ বইসহ অসংখ্য বই রয়েছে। এসব বইয়ের ওপর জমে থাকা ধুলাবালুর আস্তরণ পরিষ্কার করেছেন কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। এ কাজে অংশ নেন অন্তত ২০ বন্ধু। এ ছাড়া বন্ধুরা গ্রন্থাগার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চেয়ার-টেবিল সাজিয়ে রাখেন।

জানা যায়, কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারটি দীর্ঘদিন ধরে চালু থাকলেও ২০০৮ সাল থেকে নতুন করে বড় পরিসরে জেলা শিক্ষা কার্যালয়ের পাশে আলোর মেলা এলাকায় এটি স্থানান্তর করা হয়। শুরুতে এখানে প্রায় ১০ হাজার বইয়ের সংখ্যা থাকলেও এখন প্রায় ৪০ হাজার বই রয়েছে। বাড়ানো হয় পাঠকদের জন্য আসনসংখ্যাও। পাঠকদের বই, ব্যাগ, খাবার রাখার জন্য তৈরি করা হয় প্রয়োজনীয় আসবাব; রয়েছে শিশুদের বিনোদনের জন্য নানা খেলনা ও শিশু কর্নারের ব্যবস্থা। এখন প্রতিদিন দুই থেকে আড়াই শ পাঠক আসেন।

দেশের জনগণের পাঠাভ্যাস সৃষ্টি ও পাঠকদের উদ্দীপ্ত করতে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২০ হাজার বই পরিষ্কার করেন বন্ধুরা। বাকি ২০ হাজার পরিষ্কার করেন ১৩ ফেব্রুয়ারি। সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেন, ‘এখানে আসা পাঠকেরা যাতে স্বাস্থ্যসম্মতভাবে বই পড়তে পারেন, সে বিষয়টি চিন্তা করেই আমরা গ্রন্থাগারের বই পরিষ্কার করেছি।’

দুই দফায় কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের প্রায় ৪০ হাজার বই ঝেড়েমুছে সাজিয়ে দিলেন বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক বলেন, ‘আমাদের পাশে থেকে বই পরিষ্কার-পরিচ্ছন্ন ও তাকে সাজিয়ে রাখার কাজসহ অন্যান্য কাজে সহযোগিতা করায় গ্রন্থাগারের পক্ষ থেকে কিশোরগঞ্জ বন্ধুসভাকে ধন্যবাদ জানাই।’

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সারা দেশের মতো কিশোরগঞ্জেও সমাজ বিনির্মাণে ভালো ভালো কাজ করছে। তাদের এ কাজে অনেক তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে সামাজিক কাজে আগ্রহী হচ্ছে।’

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ, বন্ধুসভার উপদেষ্টা লুৎফুন্নেছা চিনু, আবদুল্লাহ আল মোহাইমিন, মো. ওবায়দুল্লাহ, সভাপতি মোস্তাফিজ মারুফ, সাধারণ সম্পাদক নুসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম, বন্ধু তায়্যিবা আফরোজ, আয়েশা হাবিবা, রায়হান সিদ্দিক, রেহনূর হক, মায়মুনা ইসলাম, সাজেদুর রহমান, তিহাম বিন আজিজ, তামান্না আক্তার, হৃদয় হাসান, সাগর রয়সহ অন্য বন্ধুরা।

সভাপতি, কিশোরগঞ্জ বন্ধুসভা