কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্যাপন করেছে সিলেটের এমসি কলেজ বন্ধুসভা। এ উপলক্ষে ৮ মে কলেজ চত্বরে ‘চোখের বালি’ উপন্যাস নিয়ে পাঠচক্র ও বিশ্বকবির জীবনের বিভিন্ন দিক আলোচনা করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সুর করা বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বন্ধুরা দাঁড়িয়ে সমবেত কণ্ঠে এতে অংশ নেন।
সাংগঠনিক সম্পাদক লিমা তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বন্ধু জুয়েল আহমেদ। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন কার্যনির্বাহী সদস্য চৌধুরী নাফিসা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘চোখের বালি’ উপন্যাসের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তাপস শীল।
সভাপতি সুমন মিয়া বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির সঙ্গে, সাহিত্যের সঙ্গে, সংগীতের সঙ্গে, আমাদের প্রতিটি শোভনতম আবেগের সঙ্গে বিজড়িত হয়ে আছেন।’
উপদেষ্টা উত্তম দাস বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছু কুচক্রী মহল রাজনীতির কবি বলে প্রমাণ করতে চায়, যা আদতেই সম্ভব নয়। কারণ, রবীন্দ্রনাথ একজন অসাম্প্রদায়িক চেতনার বাঙালি কবি।
উপদেষ্টা তানভির মাহফুজ বলেন, রবীন্দ্রনাথ যেমন কবিতা লিখেছেন, তেমনি ১৩টি উপন্যাস, ১ হাজার ৯১৫টি গান, দুই হাজারের বেশি ছবি এঁকেছেন। সাহিত্যের সর্বাঙ্গে স্থান করে নিয়েছেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আজহারুল ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক দেবব্রত সরকার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মান্না, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা রশীদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শারমিন লিপি, কার্যনির্বাহী সদস্য সামিয়া আক্তার, বন্ধু মনি দাসসহ অন্য বন্ধুরা।
সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা