ক্ষুদ্র জাতিসত্তার কুড়মালি পাঠশালায় শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষা উপকরণ হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পশ্চিম আটঘরিয়া গ্রামের কুড়মালি পাঠশালায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন রায়গঞ্জ বন্ধুসভার বন্ধুরা। প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে ২৮ অক্টোবর এগুলো বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, পেনসিল, রাবার ও স্কেল। বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুদের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরে পাঠশালার শিক্ষার্থীরা কুড়মালি ভাষায় ছড়া, ঝুমুর ও গীত পরিবেশন করে।

এ সময় রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা সেলিম রেজা খোন্দকার শিক্ষার্থীদের উদ্দেশে নীতিশিক্ষা ও চরিত্র গঠন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বিজ্ঞান ও কুড়মালি ভাষার বিভিন্ন শব্দ, অর্থ নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে আঁখি রানী মাহাতো, পাপন কুমার মাহাতো ও সিঁথি রানী মাহাতো। কুড়মালি ছড়া আবৃত্তিতে বিজয়ী হয়েছে লিখন কুমার মাহাতো, জ্যোতি রানী মাহাতো ও লাবণ্য রানী মাহাতো।

ক্ষুদ্র জাতিসত্তার কুড়মালি পাঠশালায় শিক্ষা উপকরণ বিতরণ
ছবি: বন্ধুসভা

কুড়মালি পাঠশালার পরিচালক উজ্জল কুমার মাহাতো বলেন, ‘বন্ধুসভার বন্ধুদের আগমনে আমাদের শিক্ষার্থীরা তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছে। এখানকার প্রতিটি বাচ্চা দরিদ্র ঘরের। উপহারগুলো তাদের খুব কাজে লাগবে।’ বন্ধুসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির ঝুমুরবিষয়ক শিক্ষক উপেন্দ্র নাথ মাহাতো বলেন, আবার আসবেন, এভাবেই উৎসাহিত করবেন ক্ষুদ্র জাতিসত্তার এই বাচ্চাদের।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলমগীর খান, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক দুর্জয় কুমার মাহাতো, বিজয় কুমার মাহাতোসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, রায়গঞ্জ বন্ধুসভা