কর্মজীবী মা-বাবারা জীবনের তাগিদে বেরিয়ে পড়েন তাঁদের কর্মস্থলে। সদ্য বেড়ে ওঠা শিশুদের বেড়ে উঠতে লাগে আদর, যত্ন ও শিক্ষা। কে নেবে এই দায়িত্ব? ব্যস্ত মা-বাবাকে তো ছুটে যেতে হয় কাজে। পোশাকশিল্পে কর্মরত এমন কর্মীদের সন্তানদের জন্য কাজ করে যাচ্ছে সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি চাইল্ডকেয়ার সাপোর্ট সেন্টার।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে প্রতিষ্ঠানটিতে ছুটে যান ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা। ২৫ অক্টোবর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে অবস্থিত এই প্রতিষ্ঠানে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান বন্ধুরা। শিশুদের ‘আদর্শ লিপি’ বই উপহার দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক জানান, তাঁরা এখানকার শিশুদের প্রতিদিন খাওয়ানো, ঘুম পাড়ানো ও প্রাথমিক পড়াশোনা করানোর কাজ করে থাকেন। এখানে শিশুরা সুন্দর পরিবেশে বড় হয়ে উঠছে। বই দেওয়ার ফলে এখন এসব শিশু আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে।
সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা