পয়লা মে ছিল আন্তর্জাতিক শ্রম অধিকার দিবস। কিন্তু যাঁদের জন্য এই দিবস, সেই শ্রমিকেরা এদিন ছুটি পান না। তীব্র গরমের মধ্যেও কাজ করে যান। শ্রমজীবী এই মানুষদের কিছুটা স্বস্তি দিতে তাঁদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভা।
১ মে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকায় প্রায় ১০০ জন মানুষের মধ্যে এগুলো বিতরণ করেন বন্ধুরা। পাশাপাশি তাপপ্রবাহ থেকে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বন্ধুসভার প্রতিটি সদস্য মনে–প্রাণে বিশ্বাস করেন, শ্রমিকদের পর্যাপ্ত মজুরি তাঁদের অধিকার। এছাড়া তাঁদের কর্মঘণ্টা, কাজের নিরাপত্তা নিশ্চিতকরণ, বৈষম্যহীন নীতি, ছুটি প্রদান, অনৈতিক ব্যবস্থা থেকে রক্ষা করা প্রতিষ্ঠানের মালিকদের দায়িত্ব ও কর্তব্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহসভাপতি তন্ময় দত্ত মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী ভট্টাচার্য, অর্থ সম্পাদক ডিকে উৎস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আলী আকরাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক অনিক সরকার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রাশিদুল ইসলাম, কার্যকরী সদস্য তানবির আহমেদ, শাকিল আহমেদসহ অনেকে।
কার্যকরী সদস্য, চবি বন্ধুসভা