শহীদ স্মৃতিস্তম্ভে নোয়াখালী বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ
১৬ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে একটি বিশেষ দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শিকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী।
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ১৬ ডিসেম্বর ভোরে প্রথম আলোর নোয়াখালী অফিসে উপস্থিত হন বন্ধুসভার বন্ধুরা। সকাল সাতটায় সবাই মিলে যান জেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নূর বলেন, বিজয় অর্জনের মাত্র দুই দিন আগে হারাতে হয়েছে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের। তাই বিজয়ের আনন্দটুকুর সঙ্গে লেগে আছে বিস্বাদের ছায়াও।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজের রহমান, সাধারণ সম্পাদক আসিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সুমাইয়া সামান্তা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তাজকির হোসেন, কার্যনির্বাহী সদস্য ধ্রুব ভুঁইয়া, বন্ধু শাহরিয়ার সৈকত, সানি তামজিদ, আরাফাত শিহাব, নয়ন চন্দ্র কুরী, সামিরা বিনতে ইউনুস, আফরোজা ইসলাম, ফোয়জুন নেছাসহ অন্য বন্ধুরা।
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা