প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় শরীয়তপুরে অনুষ্ঠিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। ১ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এটি অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রুপমের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। স্বাগত বক্তব্যে প্রথম আলো শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও আপনাদের ভালোবাসায় প্রথম আলো ২৫ বছর অতিক্রম করেছে। যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো।’
সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওয়াজেদ কামাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ভালো ফলাফল অর্জনে তোমাদের অভিনন্দন। তোমাদের শুধু দেশসেরা মেধাবী হলেই হবে না, মানবিক মানুষ হতে হবে। মানবিক মানুষ হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।’
নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোসা. মাকসুদা খাতুন বলেন, ‘আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। ১৯৫২ থেকে ২০২৪—সব যৌক্তিক ও সফল আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য।’
বক্তব্যের এক পর্যায়ে শরীয়তপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. শাহিন সরকার শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক পান্না বালা বলেন, ‘জীবনে জিপিএ-৫ সবকিছু নয়। ভালো ফলাফল না করলেও মন খারাপ করা যাবে না।’
অনুভূতি প্রকাশ করেন কৃতী শিক্ষার্থীরাও। দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল রকিব বলে, ‘আমাদের ভালো ফলের জন্য আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রদ্ধেয় বাবা-মা ও শিক্ষকেরাও এ ফলের কৃতিত্বের অংশীদার।’
শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত নওরিন সুলতানা বলে, ‘এ রকম চমৎকার ও অংশগ্রহণমূলক আয়োজনের জন্য শিখো ও প্রথম আলোসহ সব পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ।’
সাংস্কৃতিক পর্বে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন শরীয়তপুর বন্ধুসভা এবং জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। অনুষ্ঠান বাস্তবায়নে কাজ করেছেন শরীয়তপুর বন্ধুসভার সভাপতি সেলিম ঢালী, সহসভাপতি নাজমুল হক, আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক তামিম হোসেন, রোকন উদ্দিনসহ বন্ধুসভার অন্য বন্ধুরা।
সহসভাপতি, শরীয়তপুর বন্ধুসভা