আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোয়াখালী বন্ধুসভা
আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলার সূর্যসন্তানেরা মাতৃভাষা বাংলার জন্য শহীদ হন। রফিক, শফিক, বরকত, জব্বারদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। এই দিনে তাই তাঁদের স্মরণে সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিনটি উপলক্ষে ভোর সাড়ে ৬টায় নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা প্রথম আলোর নোয়াখালী অফিসের সামনে উপস্থিত হন। এরপর সবাই মিলে প্রভাতফেরি করে পৌঁছায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে ভাষার তরে প্রাণ দেওয়া বীর সন্তানদের স্মরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজুর রহমান, সুমন নুর, লায়লা পারভীন, বন্ধু জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিমুল, সাংগঠনিক সম্পাদক সানি তামজিদ, প্রচার সম্পাদক মালিহা তাছনিম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাহিদা রেশমি, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল হাসান, কার্যনির্বাহী সদস্য জুনাইদ কাউসারসহ অন্য বন্ধুরা।
প্রচার সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা