রোপণের পর গাছের নিয়মিত যত্ন নিশ্চিতে মনোযোগী বন্ধুরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

গাছ প্রকৃতির ফুসফুস, যা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিখ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একসময় অসংখ্য গাছপালায় ঘেরা ছিল। ছিল বন্য প্রাণীর আবাসস্থল। গ্রীষ্মে তাপমাত্রা অন্যান্য জায়গার তুলনায় কম ও শীতে অতিথি পাখির কলতান ছিল। কিন্তু অপরিকল্পিত উন্নয়নের কারণে সবুজ জাবি এখন বিবর্ণ হওয়ার পথে। গাছপালা কমতে থাকায় বন্য প্রাণী এখন খুব কম দেখা যায়।

এই উপলব্ধি থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ২৬ আগস্ট ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০০টি ফলদ গাছের চারা রোপণ করেন বন্ধুরা। রোপিত গাছগুলোর মধ্যে আম, কাঁঠাল ও লেবুগাছ উল্লেখযোগ্য।

এ বছর আগের বছরগুলোর মতো ক্যাম্পাসে গাছ না লাগিয়ে তিনটি আবাসিক হলে—কবি সুফিয়া কামাল হল, মীর মশাররফ হোসেন হল ও শহীদ সালাম বরকত হলে চারা বিতরণ করা হয়। যাতে গাছের নিয়মিত যত্ন নিশ্চিত করা যায়।

উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মনোয়ার হোসেন তুহিন গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন এবং ট্রি নার্সিংকে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ করার পরামর্শ দেন। পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ সালমান গাছ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান এবং পরিকল্পিতভাবে গাছ লাগানোর ওপর জোর দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি সুমাইয়া জামান, সহসভাপতি তাবাসসুম রিচিকা, সাধারণ সম্পাদক অনুপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল পাল, সাংগঠনিক সম্পাদক রবিউল সানি, পারভেজ মোশাররফসহ অন্যান্য বন্ধুরা।

পরিবেশবিষয়ক সম্পাদক, জাবি বন্ধুসভা