কার্যনির্বাহী সদস্যদের দক্ষতা বাড়াতে ইসি কর্মশালা

কর্মশালা শেষে জাবি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

বন্ধুসভা একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বছরজুড়ে এই সংগঠন দক্ষতার সঙ্গে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। এসব কাজ কার্যনির্বাহী কমিটির সদস্যদের দ্বারা পরিচালিত হয়। কাজগুলো যাতে প্রত্যেক সদস্য দক্ষতার সঙ্গে সম্পাদন করতে পারেন, সেই লক্ষ্যে কার্যনির্বাহী কমিটি বা ইসি প্রশিক্ষণ কর্মশালা করে জাবি বন্ধুসভা।

৭ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১০ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি হামিদা জান্নাত ও প্রশিক্ষণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না। কার্যনির্বাহী সদস্যদের নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং, মতপ্রকাশের স্বাধীনতা, কীভাবে একটি অনুষ্ঠান বাস্তবায়ন করতে হবে—এসব বিষয়ে তাঁরা আলোচনা করেন।

কর্মশালায় আরও বক্তব্য দেন জাবি বন্ধুসভা-২০২৪ কমিটির সভাপতি সুমাইয়া জামান ও সাধারণ সম্পাদক অনুপ সরকারসহ অন্য বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি হামিম শেখ ও সাধারণ সম্পাদক রেজনান চৌধুরীসহ কার্যনির্বাহীর অন্য সদস্যরা।

দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, জাবি বন্ধুসভা