সম্প্রীতি বিনিময়ে চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচ
দৈনন্দিন জীবনে শরীরচর্চা ও খেলাধুলা যেমন সুষ্ঠু শারীরিক বিকাশ ও সুস্থতার জন্য আবশ্যক, তেমনই চিত্ত নির্মল এবং পরস্পরের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখতেও ভূমিকা রাখে। কিন্তু প্রাত্যহিক জীবনে সবারই থাকে নানা ব্যস্ততা। চাইলেও সম্ভবপর হয়ে ওঠে না শরীরচর্চা বা সম্প্রীতি বিনিময়। এ দিক মাথায় রেখে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে চট্টগ্রাম বন্ধুসভা।
১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদে এসএআরএম স্ট্রাইকার্স জোনে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। দুই দলে ভাগ হয়ে অংশ নেন বন্ধুসভার উপদেষ্টা থেকে শুরু করে সদ্য যুক্ত হওয়া বন্ধুরাও। দল দুটি হলো ‘লাল দল’ ও ‘সাদা দল’।
ম্যাচে ৩-০ গোলে জয় লাভ করে সাদা দল। হ্যাটট্রিক করেন দলটির স্ট্রাইকার বন্ধু মাসুদ রানা। খাতা-কলমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হলেও আদতে আবহ ছিল না মোটেও তেমন। দুই দলই পরস্পরকে যথেষ্ট সম্মান জানিয়ে ও সমীহ করেই খেলেছে।
ম্যাচ শেষে উপদেষ্টা শিহাব জিশান বলেন, ‘জীবনের তাগিদে নানাবিধ ব্যস্ততায় সেই কবেই খেলাধুলাকে ছুটি দিতে বাধ্য হয়েছি। তবে এখনো মন চায় ছুটে চলে যাই মাঠে। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, সদিচ্ছা থাকলে নিশ্চয়ই সপ্তাহে অন্তত এক দিন সময় বের করে খেলাধুলা করতেই পারি। এতে যেমন শরীরটা ঝরঝরে থাকবে, তেমনই মনও হবে ফুরফুরে।’
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আতৃহার রহমান বলেন, ‘চট্টগ্রাম বন্ধুসভা সব সময় ভালোর সঙ্গে আলোর পথে ছিল, আছে এবং থাকবে। এই পথে থাকার লক্ষ্যেই মূলত আজ চট্টগ্রাম বন্ধুসভার এ আয়োজন। আমরা ২০২৫ সালে অনেকগুলো ক্রীড়া ইভেন্ট করব, যার শুরু আজ হলো। প্রতি মাসে আউটডোর, ইনডোর গেইমের আয়োজন করা হবে।’
সভাপতি ইব্রাহীম তানভীর বলেন, ‘আমরা চাই যুবারা মুঠোফোনের পর্দায় নয়, খেলবে মাঠে। মাদককে না বলবে এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে।’
খেলায় অংশগ্রহণ করেন বন্ধু শিহাব জিশান, ইব্রাহীম তানভীর, নুরুজ্জামান খান, সাঈদ আল সোহেল, মাসুদ রানা, ইকবাল হোসেন, এ আর আছাদ, ইরফাতুর রহমান, ফয়সাল হাওলাদার, আতৃহার রহমান, আশরাফুল কাদের, আফিফ ইব্রাহীম, এ এস আল মাহিয়ান, সাকিব জিশান, শান্ত বড়ুয়া, সোহানুর রহমান, মুহাম্মদ শহীদুল ইসলাম ও অর্ণব মহাজন।
বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা