নারায়ণগঞ্জ বন্ধুসভার কবিতা পাঠের আসর

কবিতা পাঠের আসরে নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

ঈদ পুনর্মিলনী ও কবিতা পাঠের আসর করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা। ২৭ জুন নগরীর জল্লারপাড় লেকের সবুজে ঘেরা মনোরম পরিবেশে এটি অনুষ্ঠিত হয়।

বন্ধু আফসানা মুন বলেন, ‘ঈদ মানে আনন্দে দিন কাটানো। তবে ছুটি শেষে ব্যস্ত জীবনেও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এক বিশাল পাওয়া।’

স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইউসুফ কবির বলেন, ‘ঈদের ছুটিতে স্বজনদের সঙ্গে দেখা শেষে কর্মজীবনে বন্ধুরাই আপন।’

অনুভূতি পর্ব শেষে হুমায়ূন আহমেদের কবিতা ‘কব্বর’, ‘কাচপোকা’, ‘বাসর’, ‘বাবার চিঠি’ আবৃত্তি করে শোনান বন্ধুরা। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মৌন লাকি, কার্যনির্বাহী সদস্য হাসানুজ্জামান, বন্ধু আবির হামজা, ইলফা, আদর ফেরদৌস ও নিহারিকা।

সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা