নড়াইল বন্ধুসভার উদ্যোগে শিশুরা পেল নতুন জামা

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নড়াইল বন্ধুসভার ঈদের আনন্দ ভাগাভাগিছবি: বন্ধুসভা

ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে নড়াইল বন্ধুসভা। জাতীয় পরিচালনা পর্ষদের ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ বেলা ১১টায় নড়াইল জেলা প্রেসক্লাবের সামনে ৪০ জন পথশিশুর হাতে ঈদ উপহারসামগ্রী তুলে দেন বন্ধুরা।

নড়াইল বন্ধুসভার উদ্যোগে শিশুরা পেল নতুন জামা
ছবি: বন্ধুসভা

ঈদ উপহার পেয়ে শিশুরা উচ্ছ্বাসে মেতে ওঠে। বন্ধুরা জানান, নড়াইল বন্ধুসভা প্রতিবছরই এমন ভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আগামী দিনেও এ ধরনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল বন্ধুসভার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাইকুর রহমান হিলু, এনামুল কবীর টুকু, ডা. স্মৃতি কনা সরকার, সৌরভ ব্যানার্জি, মো. মহিউদ্দিন, শুভ সরকার, সভাপতি শামীম আহমেদসহ অন্য বন্ধুরা।

সভাপতি, নড়াইল বন্ধুসভা