সাধারণ কিন্তু মর্মস্পর্শী এক উপন্যাস ‘চাঁপাডাঙার বউ’

পাঠচক্রে বই পড়ছেন এক বন্ধু। অন্যরা মনোযোগী শ্রোতাছবি: রাসেল আহমেদ

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস ‘চাঁপাডাঙার বউ’ নিয়ে পাঠের আসর করেছে ভৈরব বন্ধুসভা। গত ৩১ জানুয়ারি বিকেলে ১৭৩তম পাঠের আসরটি বসে প্রথম আলোর ভৈরব অফিসে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা গ্রন্থ আলোচনায় বলেন, ‘চাঁপাডাঙার বউ’ উপন্যাসে গ্রামবাংলার বিভিন্ন বিষয়, তাদের সহজ-সরল চিন্তা ধারার পাশাপাশি কুটিল বিষয়গুলো উঠে আসে। সাধারণ লেখাটি হয়ে ওঠে মর্মস্পর্শী। গ্রন্থ লেখক সম্পর্কে আলোচনা করতে গিয়ে পাঠচক্র ও পাঠাগার সম্পাদক তানসি নাহার জানান, ১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামের এক জমিদার বংশে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

তারাশঙ্করের উপন্যাস ও ছোটগল্প অবলম্বনে বাংলা ভাষায় একাধিক জনপ্রিয় ও সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত ‘জলসাঘর’ ও ‘অভিযান’, অজয় কর পরিচালিত ‘সপ্তপদী’, তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ ও তপন সিংহ পরিচালিত ‘হাঁসুলী বাঁকের উপকথা’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

ভৈরব বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: রাসেল আহমেদ

যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, সাধারণ কিন্তু মর্মস্পর্শী এক উপন্যাস ‘চাঁপাডাঙার বউ’। মহাতাপ ও সেতাব নামের ভিন্নধর্মী দুই মানসিকতার ভাইয়ের সংসার জীবনের গল্প। নিজের মধ্যে নিজে হেরে গিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প। সর্বোপরি আবহমান গ্রামবাংলার সাধারণ মানুষের সংসারের এক নিখুঁত উপাখ্যান ‘চাঁপাডাঙার বউ’।

সাধারণ সম্পাদক মানিক আহমেদ বলেন, ‘আমাদের বন্ধু হওয়ার শর্ত একটাই, পাঠচক্রে আসতে হবে। এটি নিয়ে সুমন মোল্লা ভাইয়ের দেওয়া একটি স্লোগানও আছে, বন্ধুসভা করতে চাও? পাঠচক্রে আউ। এই পাঠচক্রের মাধ্যমেই আমাদের সবার সাংগঠনিক যাত্রা শুরু।’

আলোচনায় আরও যুক্ত হন উপদেষ্টা জনি আলম, সুমাইয়া হামিদ, সভাপতি প্রিয়াংকা, ম্যাগাজিন সম্পাদক সেলিম রেজা, বইমেলা সম্পাদক প্রাপ্তি ঘোষ, দপ্তর সম্পাদক জিহাদ রহমান, প্রচার সম্পাদক রাসেল আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামির রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, বন্ধু অনিকসহ আরও অনেকে। পাঠের আসরটি ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারিত হয়। লাইভটি সমন্বয় করেন নাহিদ হোসাইন।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ভৈরব বন্ধুসভা