হাবিপ্রবি বন্ধুসভার কর্মশালা
শুধু একাডেমিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের আরও কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা প্রয়োজন
‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে আমরা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞান প্রদান করে থাকি। কিন্তু চাকরি পেতে হলে শিক্ষার্থীদের একাধিক প্রতিযোগিতামূলক ধাপ অতিক্রম করতে হয়, যেখানে সিভি বা রেজ্যুম গুরুত্বপূর্ণ। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী উপযুক্ত তথ্য ও উপাত্ত ব্যবহার করে আকর্ষণীয় ও পূর্ণাঙ্গ সিভি তৈরি করতে না পারার কারণে অনেক শিক্ষার্থী প্রাথমিক পর্যায়েই বাদ পড়ে যান।’
হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ক্যারিয়ারবিষয়ক কর্মশালায় শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন বিভাগের প্রভাষক মো. আকরাম হোসেন। ‘ক্যারিয়ার ক্রাপ্ট ১.০’ শিরোনামে ২৮ জুন দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক মো. আকরাম হোসেন বলেন, ‘শুধু একাডেমিক শিক্ষা নয়, চাকরি বা ব্যবসায় সফল হতে শিক্ষার্থীদের আরও কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন প্রয়োজন। যেমন প্রাঞ্জলভাবে কথা বলা, কার্যকর রিপোর্ট ও ইমেইল লেখা, মৌলিক তথ্যপ্রযুক্তি দক্ষতা, নিজেকে পেশাগতভাবে উপস্থাপন, এবং কর্মক্ষেত্রে সুন্দর ও ফলপ্রসূ পারস্পরিক যোগাযোগ বজায় রাখা।’
কর্মশালায় শিক্ষার্থীদের প্রফেশনাল সিভি বা রেজ্যুমে লেখার প্রশিক্ষণ, করপোরেট জব প্রিপারেশন সেশন, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে হাতে-কলমে শেখানো হয়। ছিল সিভি লেখা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা জানান, এই কর্মশালা তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে ও ক্যারিয়ার পরিকল্পনায় স্পষ্টতা আনতে সহায়ক হয়েছে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘করপোরেট জবের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আজ কর্মশালা থেকে অনেক তথ্য পেয়েছি, যা আমার ক্যারিয়ারের জন্য খুবই কাজে দেবে।’
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী আফরিনা ইসলাম বলেন, ‘সেশনটি পুরোটাই প্র্যাকটিক্যাল ছিল। শুধু থিওরি নয়, সিভি বানানো থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত অনেক কিছুই পরিষ্কার হয়েছে। আজই আমার সিভি আপডেট করতে ফেলব।’
কর্মশালায় উপস্থিত ছিলেন হাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি নাহিদুল ইসলাম। আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সিভি রাইটিং, কর্মজীবনের প্রস্তুতি ও আন্তর্জাতিক সিভি ফরমেট নিয়ে আলোচনা ছিল অত্যন্ত সময়োপযোগী। কম্পিউটারবিষয়ক ব্যবহারিক জ্ঞান শিক্ষার্থীদের বাস্তব জীবনে কাজে লাগবে বলে আশা করছি।’
প্রচার সম্পাদক, হাবিপ্রবি বন্ধুসভা