চট্টগ্রাম বন্ধুসভার ঈদ আনন্দ আড্ডা
‘ঈদ আনন্দের রেশ
এখনো রয়েছে বেশ’
ছন্দের যথার্থ রুপ দেওয়ার জন্য বন্ধু দোলা, আশরাফুল ও রুমিলা বড়ুয়ার মধ্যে চলে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও চমকপ্রদ করার বিভিন্ন পরিকল্পনা। দোলার আইডিয়া ছিল ‘চিরকুটের ফাঁদ’। চিরকুটের ভাঁজে লেখা থাকবে বিভিন্ন পারফরম্যান্সের নাম। বন্ধুরা নিজের পছন্দমতো চিরকুট বেছে নিয়ে সেই অনুযায়ী পারফর্ম করবে।
২১ জুন প্রথম আলো চট্টগ্রাম অফিস কক্ষে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বন্ধুসভার ঈদ পুনর্মিলনী ও আনন্দ আড্ডা। রুমিলা বড়ুয়ার সঞ্চালনায় ঈদুল আজহার মহাত্ম্য সম্পর্কে তথ্যবহুল আলোচনা করেন বন্ধু আশরাফুল কাদের। এরপরই ছিল ছোট্ট বন্ধু কুমকুম হাবিবার নাচ। ক্রমান্বয়ে ‘লাগে উরাধুরা’ গানে মাসুদ রানা, ‘ডানাকাটা পরি’ গানে আশরাফুল, ‘সোনার দেওরা’ গানে মাশফিয়া, ‘দুষ্টু কোকিল’ গানে রিজভী ইসলাম এবং ‘নিঠুর মনোহর’ গানে রুমিলা বড়ুয়ার নাচ ছিল দারুণ উপভোগ্য।
নাচের ফাঁকে ফাঁকে চলে অভিজ্ঞতা শেয়ার করা। বন্ধু শান্তর কাছ থেকে জানা গেল ১০ টাকার নোটকে মধ্যখানে ছিঁড়ে দুই ভাইয়ের সমান দুই ভাগে ভাগ করার কাহিনি। ইব্রাহিম তানভীর অভিনয়ের মাধ্যমে শেয়ার করেন ছোটবেলার কোরবানি গরু নিয়ে মজার ঘটনা। বন্ধু সামিয়া, জয় আর কামরানও মজার পরিবেশনা করেন। বন্ধু ইকবাল ও ফয়সাল জনপ্রিয় বিভিন্ন আধুনিক গানের আঞ্চলিক ভার্সন গেয়ে শোনান। বন্ধু আফিয়ার কণ্ঠে শোভা পায় ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ গানটা। বিশেষ চমক ছিল কামরানের ‘খবর এক্কান’ গান।
সব শেষে হাসতে হাসতে বন্ধুরা যখন ক্লান্ত, তখন সুরের মায়ায় শান্তি ছড়ানোর দায়িত্ব নেন বন্ধু জয়। চিরকুটে লেখা বিষয়বস্তু অনুযায়ী পারফর্ম করতে করতে শেষ হয় আনন্দ আড্ডা।