চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
বৃক্ষরোপণ, বন্ধুদের জন্য আত্মোন্নয়নমূলক কর্মশালা, জিপিএ-৫ কৃতী সংবর্ধনা, স্কুলশিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসব আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে সাংগঠনিক বৈঠক করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ৪ আগস্ট বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটে এটি অনুষ্ঠিত হয়।
সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, ‘প্রতিবছরের ন্যায় এ বছরও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। কয়েকটি ধাপে এই কর্মসূচি পালন করা হবে। নতুন বন্ধুদের সম্পৃক্ততা বাড়ানো এবং বন্ধুসভার কার্যক্রম সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। সৃজনশীল কাজের পরিধি বাড়াতে হবে, যাতে বন্ধুরা আরও বেশি দক্ষ হয়ে গড়ে উঠতে পারে।’
বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, দপ্তর সম্পাদক আসেফ উৎস, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, বন্ধু মুশফিক মাহাদীসহ অন্যরা।
সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা