ঈদে দরিদ্র পরিবারে আনন্দ ছড়িয়ে দিতে বন্ধুদের উদ্যোগ

দরিদ্র পরিবারের জন্য বন্ধুসভার ঈদ উপহার
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার পক্ষ থেকে ঈদের খাদ্যসামগ্রী হতে পেয়ে খুশি ফরিদপুর সদরের বাখুন্ডা এলাকার বাসিন্দা ফিরোজ মিয়া (৫৩)। তিনি বলেন, ‘অভাবের মধ্যে আছি। সংসার মোটেই চালাতে পারছি না। ঈদের দিন যে বাড়িতে পোলাও, সেমাই রান্না করব, তার উপায়ও ছিল না। এগুলো পেয়ে মনটা আনন্দে ভরে গেছে। বউ, ছেলেমেয়ে নিয়ে ঈদের দিনটা আনন্দে কাটাতে পারব।’

একইভাবে নিজের অনুভূতি ব্যক্ত করেন ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লার বাসিন্দা আবেদা খাতুন (৬৯)। তিনি বলেন, ‘সংসারে খুব অভাব। খালি বোতল কুড়াইয়া দিন কাটে। ছেলে রিক্সা চালায়। তাই দিয়া কোনোমতে বাঁইচা আছি। ঈদের দিন কীভাবে কাটাব, ভাবনার মধ্যে ছিলাম। এ উপহার পেয়ে ভাবনা দূর হলো।’

খাদ্যসামগ্রী উপহার দেওয়ার পর বৃদ্ধাকে এগিয়ে দিচ্ছেন এক বন্ধু
ছবি: বন্ধুসভা

১৬ এপ্রিল ২৫টি হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী ও পাঁচটি শিশুকে নতুন জামা উপহার দিয়েছে ফরিদপুর বন্ধুসভা। ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে বেলা ১১টার দিকে জেলা শহরের ঝিলটুলী মহল্লা এলাকায় আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে এগুলো বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, চিনি, তেল, সেমাই, গুড়া দুধ, কিশমিশ ও মসলা। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ও ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন।

বন্ধুদের উপহার পেয়েছেন ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার একটি বহুতল ভবনের দারোয়ান ইয়াদ আলী (৫৮)। তিনি বলেন, ‘ছোট চাকরি করে যা বেতন পাই, তা দিয়ে সংসারে ভালোমতো চলে না। ঈদের আগে এসব খাদ্যসামগ্রী কিছুটা হলেও আমাকে সাহায্য করেছে।’

বন্ধুসভার উপহার নিয়ে খুশি মনে বাড়ি ফিরছেন এক নারী
ছবি: বন্ধুসভা

এর আগে ১৫ এপ্রিল রাতে শহরের স্টেশন বাজার বস্তি এলাকার পাঁচটি শিশুকে নতুন জামা উপহার দেন বন্ধুরা। এগুলো পেয়ে খুশি শিশু ও তাদের অভিভাবকেরা। ৭ বছর বয়সী জুলিয়া বলে, ‘এবার ঈদের জামা কিনা দেয় নাই। বাপে খবর নেয় না। থাকি নানাবাড়ি। নতুন জামা পইয়া খুব খুশি হইছি। ঈদের দিন নতুন জামা পরতে পারব।’
নতুন জামা দেওয়া হয় দেড় বছরের শিশু মোরসালিন ফকিরকে। তার বাবা আতিক ফকির (৪৮) বলেন, ‘আমার তিন ছেলে, সবার ছোট মোরছালিন। ঈদে কাউকে কিছু দিতে পারি নাই। আপনাগো অছিলায় ছোট ছওয়ালডা নতুন জামা পইলো। নতুন জামা ওরে ভালো মানাইছে, আমার খুব ভালো লাগতেছে।’

ফরিদপুর বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু বলেন, ‘বন্ধুসভার বন্ধুদের নিজেদের অর্থ এবং উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের মাধ্যমে সাহায্য নিয়ে এসব খাদ্যসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়। এভাবে দুস্থ কিছু মানুষকে ঈদের উপহার দিয়ে সহমর্মী হতে পেরে আমার খুশী।’
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর আলোকচিত্রী আলিমুজ্জামান, ফরিদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক জহির হোসেন, বন্ধু রফিকুল ইসলাম, বাধন পাল, তাওহিদুজ্জামান খান, সজীব দত্তসহ অন্য বন্ধুরা। সার্বক্ষণিক সমন্বয় ও দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।

সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা