সিরাজগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

সাংগঠনিক বৈঠক শেষে সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

নতুন বন্ধুদের পরিচিতি পর্ব ও সাংগঠনিক বৈঠক করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ১৩ জানুয়ারি সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক নয়ন খানের সঞ্চালনায় উপদেষ্টা ও সদস্যদের পরিচয় পর্বের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। উপদেষ্টারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সিরাজগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
ছবি: বন্ধুসভা

বৈঠকে সভাপতি ভবিষ্যৎ কার্যপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের গতিশীলতা বেগবানের লক্ষ্যে বন্ধুদের অংশগ্রহণ ও সক্রিয়তা কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আলোচনা করেন।

এ সময় প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি, সভাপতি প্রদীপ সাহা, সহসভাপতি গোলাম রেজা, আল মনসুর রাব্বী, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বাবুসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা