সিরাজগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
নতুন বন্ধুদের পরিচিতি পর্ব ও সাংগঠনিক বৈঠক করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ১৩ জানুয়ারি সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক নয়ন খানের সঞ্চালনায় উপদেষ্টা ও সদস্যদের পরিচয় পর্বের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। উপদেষ্টারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
বৈঠকে সভাপতি ভবিষ্যৎ কার্যপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের গতিশীলতা বেগবানের লক্ষ্যে বন্ধুদের অংশগ্রহণ ও সক্রিয়তা কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আলোচনা করেন।
এ সময় প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি, সভাপতি প্রদীপ সাহা, সহসভাপতি গোলাম রেজা, আল মনসুর রাব্বী, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বাবুসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা