বিশ্ব ভালোবাসা দিবসের সঙ্গে ফাগুনের আগমন। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে চারদিকে আয়োজনের কমতি নেই। উৎসবের আমেজ দেখা দেয় সবার মধ্যে। গাজীপুর বন্ধুসভাও সিদ্ধান্ত নেয় দিনটিকে একটু ভিন্নভাবে কাটানোর।
এরই পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি ‘ভালোবাসা বিতরণ’ শিরোনামে গাজীপুর বন্ধুসভা ভিন্নধর্মী ভালোবাসা দিবস উদ্যাপন করেছে। গাজীপুরের জয়দেবপুরের রাজবাড়ী, শিববাড়ী, রেলগেট এবং জোড়পুকুর এলাকার আশপাশের অন্তত ১৫০ জন খেটে খাওয়া ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন বন্ধুরা। উদ্দেশ্য ছিল এসব মানুষের কাছে উপহার পৌঁছে দিয়ে ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া।
উপহার পেয়ে সবার মুখে ছিল তৃপ্তির হাসি। দশ বছর বয়সী চা–বিক্রেতা ফয়সালের ভাষ্য, ‘রাজবাড়ী মাঠে বিকেল থেকেই আজ অনেক ভিড়, চা বিক্রিও চলছে। সবাই একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে আর উপহার দিচ্ছে। আমাকেও কেউ উপহার দেবে, এমনটা কখনো ভাবিনি। আমি অনেক খুশি।’
বন্ধু, গাজীপুর বন্ধুসভা