ভ্রমণকাহিনি লেখার কৌশল নিয়ে আলোচনা

ভ্রমণকাহিনি লেখার কৌশল নিয়ে ফরিদপুর বন্ধুসভার আলোচনা সভাছবি: বন্ধুসভা

ভ্রমণকাহিনি লেখার কৌশল নিয়ে আলোচনা সভা করেছে ফরিদপুর বন্ধুসভা। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয় ফরিদপুরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালার ব্যক্তিগত কার্যালয়ে।

ভ্রমণসাহিত্য রচনা নিয়ে কথা বলেন প্রবীর কান্তি বালা। তিনি বলেন, ‘ভ্রমণকাহিনির ভাষা হবে সাবলীল, পাঠক যাতে লেখা পড়ে বিবরণে ঢুকে যেতে পারে। লেখক যখন লিখবেন—‘‘ফরিদপুর থেকে ট্রেনে চেপে ভাঙ্গা পর্যন্ত যাওয়ার সময় রেললাইনের দুই পাশের প্রকৃতি, ছোট–বড় পুকুর, দূরের গাছপালা মনে দোলা দেয়’’ এবং পাঠক যখন এই লেখা পড়বেন, তিনি যেন মনে করতে পারেন তিনিই ওই ট্রেনে ভ্রমণ করছেন।’

এরপর ১১ ফেব্রুয়ারি বন্ধুদের মধ্যে হওয়া ভ্রমণকাহিনি লেখার প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ‘একটি অনন্য দিনের গল্প’ শিরোনামে ভ্রমণকাহিনি লিখে বিজয়ী হন সাংস্কৃতিক সম্পাদক মিঠুন দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর বন্ধুসভার বন্ধু মানিক কুণ্ডু, জহির হোসেন, লক্ষণচন্দ্র মণ্ডল, সুব্রত পাল, শুভ বিশ্বাস, সজীব দত্ত প্রমুখ।

সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা