‘ঈদে এবার নতুন জামা পরতে পারমু’

শরীয়তপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

চৈত্রের আকাশে মেঘের ঘনঘটা। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ৭ এপ্রিল এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করে শরীয়তপুর বন্ধুসভার বন্ধুরা ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছেন।

শরীয়তপুর সদরের আঙ্গারিয়া কীর্তিনাশা নদীর তীরসংলগ্ন স্থানে আশ্রয়ণ প্রকল্পের অবস্থান। বন্ধুসভার বন্ধুরা সেখানে হাজির হতেই শিশুদের সরব উপস্থিতি। এদিন আশ্রয়ণ প্রকল্পের ২৫টি পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী ও ১৫টি শিশুকে নতুন রঙিন জামা উপহার দেওয়া হয়।

নতুন পোশাক ও খাবার পেয়ে শিশু ও বয়স্ক লোকদের চোখেমুখে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ পায়।
৫ বছরের শিশু ফাতেমা নতুন জামা নিতে এসে বলে, ‘জামাডা আমার খুব ভালো লাগছে। ঈদে এবার নতুন জামা পরতে পারমু।’

শরীয়তপুর বন্ধুসভার সভাপতি সেলিম ঢালী বলেন, ‘আমাদের ঈদের কেনাকাটার একটি অংশ থেকে এই শিশু ও তাদের পরিবারের মধ্যে খাবার ও পোশাক উপহার দিয়েছি। তাদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিতে সবার সহযোগিতায় বন্ধুসভার বন্ধুদের এই ক্ষুদ্র প্রয়াস।’

বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, শরীয়তপুর বন্ধুসভার সহসভাপতি নাজমুল হক, আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক তামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রুপমসহ আরও অনেকে।

সহসভাপতি, শরীয়তপুর বন্ধুসভা